কলকাতা: সাদা পোশাকে মন্দিরে পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) কোলে বসে ছোট্ট কৃশিব (Krishiv)। মায়ের হাতে হাত রেখে দুধ ঢালছে শিবলিঙ্গের মাথায়। শিবরাত্রির দিন সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ভিডিও ভাগ করে নিলেন পূজা। ক্যাপশনে সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন নায়িকা।
আজ শিবরাত্রি। সাধারণ মানুষ থেকে শুরু করে রুপোলি পর্দার তারকারা, মহাদেবের পুজোয় ব্রতী সকলেই। বলিউড থেকে টলিউড, সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাগ করে নিয়েছেন সেই সব ছবি। আর আজ সোশ্যল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ভাগ করে নেন পূজা। সেখানে দেখা যায়, শিবমন্দিরে পুজো করতে গিয়েছেন তিনি। সঙ্গে ছোট্ট কৃশিব। গোটা পুজোটাই পূজা করলেন কৃশিবকে কোলে মিয়ে। ক্যাপশনে লিখলেন, 'সবাইকে শুভেচ্ছা আর সবার জন্য প্রার্থনা, বিশেষ করে আমার বাবার জন্য। আমার কৃশিব। হর হর মহাদেব।'
আরও পড়ুন: Bhagyashree: আবার বিয়ে করলেন ভাগ্যশ্রী!
সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)। কিন্তু এরপর করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। সীমিত সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সারতে চাননি পূজা। তাঁদের ইচ্ছা ছিল জাঁকজমক করে বিয়ে করার। সেই সখ পূরণ করতেই সপরিবারে গোয়ায় উড়ে গিয়েছিলেন পূজা। সঙ্গে ছিলেন তাঁর পরিবার, আত্মীয় ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও।
গোয়ায় বিয়ের আসর বসেছিল এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির ছিল নতুন বর-কনের একরত্তি ছেলেও!
বিয়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।' বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পূজা যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা গেল না তাঁর বিয়ের সাজ। তবে ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লাল বেনারসি আর কাজললতা ধরা পূজার একটি হাত। আগেই জানিয়েছিলেন, বিয়েতে লাল বেনারসি পরবেন পূজা, মণ্ডপে আসবেন পালকি করে। তাঁর অতিথি বন্ধুদের স্টেটাস্ দেখা মিলেছিল সমুদ্র তীরে সাজানো মণ্ডপ ও তাঁর পালকির। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন পূজা। বিয়েতে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল একরত্তি কৃশিব।