সুমন ঘড়াই, রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: জিটিএ নির্বাচনে (GTA Election) একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনীত থাপা (Anit Thapa)। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান। জিটিএ-র শপথ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী, জানালেন অনীত থাপা। ৪৫টি-র মধ্যে ২৭ আসনে জেতে অনীত থাপার দল বিজিপিএম।


মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অনীত থাপার: পাহাড় বাংলার সঙ্গেই আছে। নবান্নে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিলেন সদ্য জিটিএ ভোটে জয়ী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরির বিজেপির একাংশের দাবিরও কড়া সমালোচনা শোনা গেল তাঁর গলায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা বলেন, “বিজেপির উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি পাহাড়কে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দার্জিলিং বাংলার সঙ্গেই আছে। পাহাড়ের মানুষ ও সেটা বুঝেছেন। তাই আমাদের সমর্থন করেছেন।’’ এবিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আমরা যে দাবি করেছি, তা নিতান্তই উত্তরবঙ্গের উন্নয়নকে মাথায় রেখে। অনীত থাপার সঙ্গে সরাসরি কথা বলে বোঝাব।’’


সম্প্রতি ৪৫টি আসনের GTA নির্বাচনে ২৭টিতে জিতে জিটিএ-র রাশ নিজেদের হাতে নিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তবে GTA চেয়ারম্যান কে হবেন, তা এখনও ঠিক হয়নি বলেই সূত্রের খবর। এই প্রেক্ষাপটে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন অনীত থাপা। দু’জনের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। বৈঠক শেষে অনীত থাপা বলেন, “পর্যটন খুব বেড়েছে। এপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন জিটিএ তে নেই। এগুলো করতে হবে।’’ এক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন মন্ত্রী ও পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। GTA চেয়ারম্যানের শপথগ্রহণের দিনক্ষণ এখনও ঠিক না হলেও, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন অনীত থাপা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন: Calcutta High Court: মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন হাইকোর্টের