মোহন প্রসাদ, দার্জিলিং : অনীত থাপার ( Anit Thapa )

  সমর্থনে পাহাড়ে বাজানো হচ্ছিল নেপালি গান। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেই গান শুনে মুখ্যমন্ত্রীর পছন্দ হয়ে যায়। ভাললাগার কথা জানানও মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )।


সদ্য পাহাড়ে ( Darjeeling ) গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণের মাঝে মিশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কখনও বানিয়েছেন ফুচকা, কখনও বা বেলেছেন মোমো। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে কার্যত আপ্লুত পাহাড়। তাই তাঁর পছন্দের  ওই নেপালি গানের সুরেই বাংলা গান তৈরি করেছে অনীত থাপার উদ্যোগে। 'প্রিয় দিদি'কে সেই গান উপহার দিতে চান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ। 


GTA-র শপথ উপলক্ষে পাহাড়ে গিয়ে এই গানই শোনেন মুখ্যমন্ত্রী। তাঁর পছন্দও হয়। সূত্রের খবর, কার্শিংয় থেকে দার্জিলিং যাওয়ার সময় অনীত থাপা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে। রাস্তায় এই নেপালি গান শুনে তারিফ করেন মুখ্যমন্ত্রী। এবার অনীত থাপার উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্য নেপালি গানের ভাষাকে সামান্য বদল করে বানানো হল বাংলা গান।  



৩ মিনিট ৫৪ সেকেন্ডের এই বাংলা গানের সঙ্গীত পরিচালক রূপেশ রাসাইলি, যিনি মূল নেপালি গানের সঙ্গীত পরিচালক। বাংলা গানটি লিখেছেন খগেন্দ্র মাঙ্গরাটি।  বাংলায় গান গাওয়ার জন্য শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে আনা হয় দু’জন গায়ককে। 


রবিবারই কার্শিয়ঙের স্টুডিওয় রেকর্ড করা হয়েছে বাংলা গান।  মুখ্যমন্ত্রীর কাছে পাহাড়িয়া সুরের এই গান পৌঁছে দিতে চান অনীত থাপা।  নেপালি সুরে বাংলা গান। পাহাড় ও সমতলের সুরের সেতুবন্ধন। 


 


জিটিএ ভোটে পাহাড়ে ঘাসফুল ফোটার পর, বিপুল অভ্যর্থনার মধ্যে দার্জিলিং পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ-র নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানেও ছিলেন তিনি। সেখানে পাহাড়ে শান্তি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কেউ পাহাড়কে অশান্ত করার চেষ্টা করলে, প্রশাসন যে কড়া ব্যবস্থা নেবে এদিন সেই বার্তাও দেন তিনি।