কলকাতা: ধর্মতলায় (Dharmatala Clash) খণ্ডযুদ্ধ, শনিবারের ঘটনায় গ্রেফতার আরও ১। হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেফতার আরও ১ আইএসএফ কর্মী (ISF Worker)। গ্রেফতার হাওড়ার আমতার আইএসএফ কর্মী। গন্ডগোলের সময় মারমুখী ভূমিকায় দেখা যায় আইএসএফ কর্মীকে, দাবি পুলিশের। 


ধর্মতলায় খণ্ডযুদ্ধের ঘটনায় গ্রেফতার: শনিবার ভাঙড়ে অশান্তির জেরে ISF-পুলিশ খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। আহত হন একাধিক পুলিশ কর্তা ও পুলিশ কর্মী। সেই ঘটনায়, গতকালই ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ধৃত ১৮ জন ISF কর্মীকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আর এদিন গ্রেফতার করা হয় আরও এক ISF কর্মীকে। জানা গিয়েছে গ্রেফতার হাওড়ার আমতার ওই আইএসএফ কর্মী। 


শনিবার দলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আইএসএফ। তারই আঁচ এসে পড়ে ধর্মতলায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির দাবিতে ধর্মতলায় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ মোট ১৯ জনকে পুলিশ গ্রেফতার করে।

তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধাদান, পুলিশকে মারধর-সহ, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে লালবাজার। গতকাল ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে,১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। অন্যদিকে, যে কোনও শর্তে জামিনের আর্জি জানিয়ে, বিস্ফোরক অভিযোগ করেন ধৃতদের আইনজীবী। তাঁর দাবি, শনিবার পুলিশ ও শাসকদল একসঙ্গে ISF-এর বিরুদ্ধে নেমেছিল। বিধায়কও ছাড় পাননি। তাঁর হাত মুচকে দেওয়া হয়েছে। গাড়ি ভাঙা হয়েছে। বাইরের লোক ঢোকানো হয়েছিল। এই সবই দল ভাঙানোর চেষ্টা। যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, তাই এইসব করা হচ্ছে।

অন্যদিকে সরকারি আইনজীবী দাবি করেন, কলকাতার প্রাণকেন্দ্রে বেআইনি জমায়েত করা হয়েছিল। লাঠি নিয়ে আসা হয়েছিল, ইট ছোড়া হয়। বউবাজার থানার ওসি ও অতিরিক্ত ওসিকে খুনের চেষ্টা করা হয়। দু-পক্ষের সওয়াল শোনার পরে বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ ১৮ জনকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। ধৃত এক নাবালককে পাঠানো হয়েছে হোমে। তবে ধৃতদের আবেদন মেনে, তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।


আরও পড়ুন: Tapas Mondal: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ, তাপস মণ্ডলকে তলব ইডির