অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে (Jhargram) অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে (Abhishek Banerjee Convoy Attack Case) হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা (Kurmi Leader Arrested)। ধৃতের নাম কৌশিক মাহাতো। কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ১১। গত শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। আজ তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। 


দিনতিনেক আগেই গ্রেফতার আর এক নেতা...
গত শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। সেই ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর, দিনতিনেক আগে, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাতো। প্রসঙ্গত, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জয় মাহাতোর গ্রেফতারির পর কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১০।তবে, জয়ের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় চাপানউতোর। তৃণমূলের দাবি, ধৃত জয় মাহাতো বিজেপির সক্রিয় কর্মী। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকে বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। গত পুরভোটে, ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন জয় মাহাতো। তবে হেরে যান। কখনও বিজেপির পতাকা হাতে, কখনও আবার বিজেপি নেতার সঙ্গে, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি রয়েছে তাঁর। কনভয়ে হামলার ঘটনায় আগেই বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়।' পুলিশ সূত্রে দাবি, কনভয়ে হামলার দিন ঘটনাস্থলে ছিলেন জয় মাহাতো। ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজের সূত্রে ধরে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির পর ধৃতের সংখ্যা পৌঁছয় ১০। এদিন তা বেড়ে দাঁড়াল ১১।


আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !