আসানসোল: রাজ্য় ছেড়ে এবার ভিনরাজ্য়ের পথে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ধোপে টিকল না সওয়াল । গরুপাচার মামলায় সায়গল হোসেনের (Saigal Hossain) পর এবার দিল্লি (Delhi)যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার ছাড়পত্র পেল ED । দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন অনুব্রত (Anubrata Mondal) । তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির (Delhi) আদালত। বর্তমানে আসানসোল (Asansol) জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট সেখানেই জমা দেবে ইডি। তার ভিত্তিতে নির্দিষ্ট আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে। তবে চাইলে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টেও আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল।
আদালতের অনুমতিতে অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই নতুন ট্য়ুইস্ট! পুরনো অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায়, পুলিশ হেফাজতে গেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি । এবার ইডি কী করবে ? তাদের কাছে কী রাস্তা খোলা ? সূত্রের দাবি, এনিয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন গোয়েন্দারা।
সোমবারই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট (Rouse Avenue Court) । আর ঠিক সেইদিনই এক বছর আগের খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন এই তৃণমূলকর্মী ।
যার প্রেক্ষিতে বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতিকে মঙ্গলবার ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্য়ে এই ট্য়ুইস্ট রাজ্য় রাজনীতিতে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এবার ED কী করবে? পুলিশ হেফাজতে থাকা অনুব্রতকে কীভাবে তারা দিল্লি (Delhi) নিয়ে যাবে? তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? ইডি সূত্রে দাবি,পুরো বিষয়টা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে তারা। ইতিমধ্যে আসানসোল জেল কর্তৃপক্ষকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশ জানানো হয়েছে ।
সেই নির্দেশনামার কপি আসানসোল জেলে পৌঁছে দেওয়া হবে। ফের দুবরাজপুর আদালতে (Dubrajpur Court) তোলা হবে অনুব্রতকে। ওইদিন ইডি-র অফিসাররা আদালতে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সংস্থা সূত্রে দাবি।