বিজেন্দ্র সিংহ , নয়াদিল্লি : গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে ( Delhi High Court )  ফের পিছোল অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal )  আবেদন-মামলার শুনানি। পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর। অনুব্রতকে ED দিল্লি নিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে।


আদালতে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল জানান, একই মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র ও সায়গল হোসেনের মামলা শুনছেন আরেক বিচারপতি। একই এজলাসে অনুব্রতর মামলার শুনানির আবেদন জানান আইনজীবী কপিল সিব্বল। ইডি-র আইনজীবী বিরোধিতা করলেও, একই বিচারপতির এজলাসে অনুব্রতর মামলার শুনানির নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এই মুহূর্তে জেলবন্দি অনুব্রত। ১০০রও বেশিদিন ধরে জেলে রয়েছেন তিনি। বার বার জামিনের আবেদন জানালেও, প্রভাবশালী তত্ত্বে প্রতি বারই তা খারিজ হয়ে গিয়েছে। 


আরও পড়ুন : 


Anubrata Mondal: পঞ্চায়েত ভোটের আগে ডানা ছাটা হচ্ছে অনুব্রতর? টিম অভিষেকের রিপোর্টে নাম মন্ত্রী ঘনিষ্ঠদের


এর আগে গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে  ১ ডিসেম্বর ছিল আবেদন-মামলার শুনানি । তাতে সপ্তাহখানেকের স্বস্তি পান অনুব্রত মণ্ডল। পিছিয়ে যায় অনুব্রতর আবেদন-মামলার শুনানি। অনুব্রত মণ্ডলকে ED দিল্লি নিয়ে যেতে পারবে কি না, তা নিয়েই সেদিনও শুনানি হওয়ার কথা ছিল দিল্লি হাইকোর্টে। অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে অন্য মামলায় ব্যস্ত থাকায় শুনানির জন্য অন্যদিন ধার্য করার আবেদন জানান। আপত্তি জানাননি ইডি-র আইনজীবী। ৭ ডিসেম্বর আদালত অনুব্রতর আবেদন-মামলা শুনবে বলে জানায়। ততদিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া আটকে যায়। আবারও আজ, ৭ ডিসেম্বর ফের পিছলো আবেদন-মামলার শুনানি। 


এ নিয়ে আগে প্রতিক্রিয়া চাইলে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, "আমার তো মনে হয় ওঁর আসা উচিত। কারণ দিল্লির জেলে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা বাংলার জেলে নেই। ফ্রিতে ম্যাসাজ ওখানে পাবেন? ফিজিও থেরাপি পাবেন? পাবেন না। তবে উনি চান বা না চান, তাতে কিছু যায় আসে না, আজ হোক কাল হোক, আসতে হবে দিল্লির সেবা নিতে।"