আবির দত্ত, কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) সরাসরি যোগ রয়েছে বলে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)বিরুদ্ধে চার্জশিটে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI), খবর সূত্রের। সূত্র মারফত জানা গিয়েছে, চার্জশিটে সিবিআই দাবি করেছে যে, অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নিতেন দেহরক্ষী সায়গল হোসেন। গত ৭ বছরে বীরভূম (Birbhum News), মুর্শিদাবাদ ও কলকাতায় প্রচুর সম্পত্তি কেনেন সায়গল। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেই এমন তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই।


গরুপাচার মামলায় সিবিআই চার্জশিট অনুব্রতর বিরুদ্ধে


চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে যে, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের (Saigal Hossain) আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্যও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে খবর। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআই-এর।


সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রতর হয়ে তাঁর দেহরক্ষী সায়গল গরুপাচারে সহযোগিতা করতেন। বীরভূমকে সেফ করিডর হিসেবে ব্যবহারের আশ্বাস দিয়ে ব্যবসায়ী এনামুলের কাছ থেকে টাকা নিতেন সায়গল। এভাবেই ২০১৫-২২, এই ৭ বছরে প্রচুর সম্পত্তি কেনেন অনুব্রতর দেহরক্ষী।




সিবিআই চার্জশিট


আরও পড়ুন: Paschim Medinipur News: ইডি-সিবিআই দিয়ে হেনস্থা, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের ডাক তৃণমূল নেতার, পাল্টা দিলীপ


সায়গলের সম্পত্তির খোঁজ করতে গিয়ে মুর্শিদাবাদে ৩৫টি, বোলপুরে ৭টি, সিউড়িতে ৮টি এবং বীরভূমের বিভিন্ন জায়গায় ৪টি সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সূত্রের। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর দেহরক্ষী সায়গলের সম্পত্তি রয়েছে বিধাননগরে।  নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে রয়েছে তাঁপ ফ্ল্যাট। সিবিআইয়ের দাবি, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। 


সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট!


এর পাশাপাশি, সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে, ২০১৬-১৭ অর্থবর্ষে বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রকে পাঠানো হয়েছে ৬ কোটি ১০ লক্ষ টাকা। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্য মিলেছে। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের।