প্রকাশ সিন্হা, কলকাতা : অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) আরও ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত। জামিনের আবেদনই করলেন না অনুব্রতর আইনজীবীরা। অন্যদিকে শুক্রবার দিল্লিতে ইডি-র (ED ) সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ( Sukanya Mondal ) । আগামী ২৮ নভেম্বর রাইসমিল মালিক সঞ্জীব মজুমদারকেও তলব করেছে ইডি।
দিল্লি হাইকোর্টে অনুব্রত-মামলার শুনানি পিছোল
ফলে, চলতি সপ্তাহে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। দিল্লি হাইকোর্টে অনুব্রত-মামলার শুনানি পিছোল। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। তাঁকে দিল্লি নিয়ে জেরা করতে নির্দেশ জারি করতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। দিল্লি হাইকোর্টে মামলার শুনানি হবে ১ ডিসেম্বর।
কেন জামিনের আবেদন করলেনই না আইনজীবী?
শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় আসানসোল কোর্টে পেশ করে সিবিআই। সকাল সকাল জেল থেকে বার করে আদালতে নিয়ে যাওয়া হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে। সকাল থেকেই খবর ছিল, অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবীরা জামিনের আবেদন জানাবেন না। যাতে আসানসোল জেলেই থাকতে পারেন অনুব্রত। আসলে ইডি অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায়। ইতিমধ্যেই তারা রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান অনুব্রতর আইনজীবীরা। সেই মামলার শুনানি শুক্রবারই দিল্লি হাইকোর্টে হওয়ার কথা ছিল।
আরও পড়ুন :
লটারি-রহস্যে চাঞ্চল্যকর মোড়, ‘অন্যের জেতা লটারির টিকিট কেনেন অনুব্রত মণ্ডল’।