বোলপুর: শনিবার বোলপুর জেলা কার্যালয়ে বৈঠক শেষের পর বীরভূমে (Birbhum) তৃণমূলে (TMC) কেষ্টই ক্যাপ্টেন বলেছিলেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী। জানিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলা সভাপতি পদে থাকার পাশাপাশি কোর কমিটির চেয়ারম্যান পদও সামলাবেন। তাঁর নেতৃত্বই ফের চলবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস। অনুব্রতের অন্তর্ভুক্তির ফলে কোর কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ছিল সাতজনে।


কিন্তু, বিকাশ রায় চৌধুরীর এই মন্তব্যকে ব্যক্তিগত মত বলে জল্পনা উসকে দিয়েছেন কাজল শেখ (Kajal Sheikh)। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর দূরত্ব যে কাটেনি তার ইঙ্গিত স্পষ্ট করে দিয়ে বলেছেন। একনায়কতন্ত্র চলবে না। কোর কমিটির সাতজন সদস্য সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত হবে। কাজল শেখের এই মন্তব্যই পরিষ্কার হয়ে গেছে গরু পাচার মামলায় জেল থেকে জামিন পেয়ে ফেরার পর অনুব্রত জেলা রাজনীতিতে ফের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও কাজল শেখ সহজে ছেড়ে দেবেন না।


কোর কমিটির প্রতি কয়েকদিন আগে আস্থাজ্ঞাপন করেছিলেন তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুঝিয়ে দিয়েছিলেন অনুব্রতের অনুপস্থিতির সময় জেলায় ভালোই কাজ করেছে কোর কমিটি। তাই তাদের উপেক্ষা করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছিলেন। সেই সুর শোনা গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, গত কয়েকটি নির্বাচনে ভালোই ফল করেছে কোর কমিটি। তাই তাদের ওপর আস্থা হারানোর কোনও বিষয় নেই। আগামী দিনেও কোর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। 


শনিবার বোলপুরের বৈঠকে কোর কমিটির সদস্যদের নিয়ে আলোচনা পর দলে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন বিকাশ রায় চৌধুরী। অনুব্রতর নেতৃত্বকে মান্যতা দিয়েছিলেন। কিন্তু, কাজল শেখের মন্তব্যের পর দ্বন্দ্ব আরও জোরালো হয়েছে বলেই মনে করছে বিরোধীরা। এখন দেখার তাদের অনুমান সত্যি হয় না বীরভূমে একসঙ্গে চলে সংগঠনকে আরও মজবুত করতে উঠতে পারে তৃণমূল। এমনকী মিটে যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Malda School: গরহাজির ১০ জন শিক্ষক, অনিয়ম মিড ডে মিলেও, এবার ধমক খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক