লন্ডন: বেন স্টোকসের পর জোফ্রা আর্চার। আগামী আইপিএল থেকে নাম তুলে নিলেন আরও এক ইংল্যান্ড ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নিজের গতি ও স্যুইংয় তাক লাগিয়ে দিয়েছিলেন আর্চার। কিন্তু গত কয়েক বছর ধরে বারবার চোট আঘাত তাঁকে ভুগিয়েছে। এর আগেও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আগামী আইপিএলের আগেও নিজেকে রাখলেন না আর্চার। ৫৭৪ জনের যে তালিকা ঘোষণা করা হয়েছে নিলামের জন্য, সেই তালিকায় নাম নেই তারকা ডানহাতি ইংরেজ পেসারের। 


সূত্রের খবর, চোট আঘাত প্রবণতা বেড়েছে বলে দেশের জার্সিতে নিজে যাতে পরের মরশুমে ফিট হয়ে মাঠে নামতে পারেন, তার জন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল থেকে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। সেই দলের সদস্য আর্চার। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। তাঁদের লক্ষ্য এই মুহূর্তে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আর্চার।


ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও ২০২৩ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টোকস। এই টুর্নামেন্টের ইতিহাসে রাইজিং পুণে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে। সিএসকে তারকা অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে ২০২৩ সালে দলে নিয়েছিল। কিন্তু মাত্র ২ ম্য়াচই খেলতে পেরেছিলেন। ফিটনেস ইস্যু হয়েছিল তাঁর। 


তাই আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে দেরি থাকলেও, ইতিমধ্যেই নিলামকে ভিত্তি করে সকলের মুখে মুখে মেগা টুর্নামেন্ট নিয়েই চর্চা। গতবারের নিলামের মতো কিন্তু এবারের নিলামও দেশে নয়, দেশের বাইরেই বসছে।


এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড। বিদেশিদের মধ্যে ১২ জন আনক্যাপড ক্রিকেটার। অর্থাৎ, যাঁরা দেশের হয়ে এখনও অভিষেক ঘটাননি বা, গত পাঁচ বছরে দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যে নিয়মে মহেন্দ্র সিংহ ধোনিও এবারের নিলামে আনক্যাপড হিসাবে উঠবেন।


এদিকে, আসন্ন নিলামেও সঞ্চালিকার দায়িত্বে দেখা যাবে ৪৯ বছর বয়সি এই মহিলাকে। উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চে বেশ কয়েক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু আইপিএলের মঞ্চে একবারই দায়িত্ব সামলেছেন। বিখ্যাত অকশনার হিউ এডমেডেসের স্থলাভিষিক্ত হবেন মল্লিকা। ক্রিকেটের বাইরে প্রো কবাডি লিগেও অকশনার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে এই মহিলা অকশনারকে।