প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় : বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন তিনি। যতই বিতর্ক হোক, যা-ই অভিযোগ উঠুক, বারবার অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) পাশে দাঁড়িয়েছেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee )। এবার গরু পাচার মামলায় গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? প্রশ্ন বিরোধীদের।



'..ওর গায়ে হাত দিয়ে দেখুক'
গরু পাচার মামলায় অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল! তৃণমূলের অন্যতম হেভিওয়েট বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ সভাপতি । যাঁর বিরুদ্ধে নানা সময়, নানা অভিযোগ উঠলেও, বারবার পাশে দাঁড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিরোধীরা যখন হুমকির অভিযোগে, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দাবি করেছে, তখন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন খোদ তৃণমূলনেত্রী ! তিনি বলেছিলেন, ' অনুব্রতকে অ্যারেস্ট করলে বাকিদেরও করতে হবে..ওর গায়ে হাত দিয়ে দেখুক... '

মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলে পরিচিত ' কেষ্ট '
অনুব্রত মণ্ডল, ডাকনাম কেষ্ট! বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লু-আইড বয় বলে পরিচিত। তাই অনুব্রত মণ্ডলের হুমকি-হুঁশিয়ারিতে যতই বিতর্ক হোক, তাঁর হয়ে ব্যাখ্যা দিয়েছেন খোদ দলনেত্রী। কখনও ওর মাথায় অক্সিজেন কম যায়....শেষ শক্তি দিয়ে থাকব ! কখনও আবার বলেন, কেষ্ট ভাল সংগঠন করে...। 


' অনুব্রতকে নিয়ে এত চেঁচামেচি কেন?'
২০১৩ সালে পাড়ুইকাণ্ড নিয়ে যখন বিরোধীদের নিশানায় অনুব্রত মণ্ডল, তখন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ' অনুব্রতকে নিয়ে এত চেঁচামেচি কেন? অনুব্রত চিঠি দিয়ে বলেছে, সে ও কথা বলতে চায়নি৷ আমি নিজের দলের লোককেও ছাড়িনি ৷ যারা অন্যায় করেছে, তাদের জেলে পুরেছি ৷ ' 


ভোটের এলেই অনুব্রতর হুমকি! কমিশনে অভিযোগ! অনুব্রতকে নজরবন্দি করে রাখা! যত কাণ্ডই ঘটুক, মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর ওপর আস্থা হারানননি! এমনকী, অতি সম্প্রতি বগটুইকাণ্ডের পর, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে যান, তখনও তাঁর পাশে ছিলেন অনুব্রতই। যাঁর মুখে সেদিন শোনা গেছিল কেস সাজানোর কথা! বগটুইকাণ্ডে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে একাধিকবার অনুব্রত মণ্ডলের নাম থাকায়, তাঁকে গ্রেফতারের ছক কষা হচ্ছে বলে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


এবার গরু পাচার সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল।  এবার কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অনুব্রত’র পাশেই থাকবেন? না কি দূরত্ব তৈরি করবেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে।