আবীর দত্ত, আসানসোল: জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)? আসানসোল (Asansol) জেল থেকে বেরোনোর সময় বীরভূমের (Birbhum) জেলা সভাপতির মন্তব্যে এমনই সুর শোনা গেল। এদিন পঞ্চায়েত ভোটের (Panchayat Election) কথা জিজ্ঞেস করতেই অনুব্রত বলেন, ‘ব্যাপক হবে পঞ্চায়েত ভোট’। পাশাপাশি কর্মীদের তৃণমূলের (TMC) হয়ে কাজ করার নির্দেশও দেন বীরভূম তৃণমূলের সভাপতি।  


এ প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, "আসল বিষয় পঞ্চায়েত হল ওঁদের খাওয়ার জায়গা। পঞ্চায়েত যদি হাতে না থাকে রোজগার অর্ধেক হয়ে যাবে। তাই জেলে থাকুক আর যেখানে থাকো পয়সার চিন্তা সবার আগে। সেই কারণে আগে জেল যাত্রা ঠেকাক। ও যদি ভাবে পঞ্চায়েত ভোটের আগে বেরিয়ে প্রচার করবে, আমার তো মনে হয় সেগুড়ে বালি। এ যাত্রায় হবে না। বীরভূমে অনুব্রত ছাড়াই লড়াই হবে। কর্মীদের অক্সিজেন দিতে এসব বলেন।"                                          


এদিকে এ বিষয়ে সুজন চক্রবর্তী বলেন,  "অনুব্রত জেলে থাকলে কী হবে, মুখ্যমন্ত্রীর আশীর্বাদের হাত আছে ওঁর মাথায়।" 


আরও পড়ুন, দুর্গাপুজোর ধন্যবাদ মিছিল সরকারি টাকায় ফূর্তি! মমতাকে 'বোম্বাগড়ের রাজা' কটাক্ষ দিলীপের


অন্যদিকে, গরুপাচার মামলার তদন্তে এবার বেনামে কেনা প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। দাবি সিবিআই সূত্রে। বেনামি সম্পত্তির মালিকানা অনুব্রত মণ্ডলের নয় তো? সিবিআইয়ের নজরে সেটাই। সিবিআই সূত্রে দাবি, গতকাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বোলপুরের বাড়ি ও অফিসে তল্লাশিতে মিলেছে প্রচুর সম্পত্তির নথি। বেনামে কেনা এই সম্পত্তি আসলে অনুব্রতর কি না, সেগুলি গরুপাচারের টাকায় কেনা হয়েছিল কি না, সেটাই খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  


আজ বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগেই অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ। সকালে আসানসোল জেল থেকে তৃণমূল নেতাকে বের করার আগে গরু চোর বলে কটাক্ষ করেন এক দুধ বিক্রেতা। অন্যদিকে, আজ মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। ২০১০-এ মঙ্গলকোটে বিস্ফোরণ হয়। সেই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। বিস্ফোরণ মামলার চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল ও কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের। এই মামলাতেই আজ সল্টলেকের ময়ূখ ভবনে MP-MLA আদালতে তোলা হবে অনুব্রতকে।