নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে আজ সশরীরে দিল্লির আদালতে পেশ করা হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও।


পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই: উৎসবের মরসুমে তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।গরু পাচার মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত, তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির আদালত।গরু পাচারকাণ্ডে  (cow smuggling scam)  ED-র দায়ের করা মামলায়, বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় অনুব্রত মণ্ডল, সায়গল হোসেন ও এনামুল হককে। অনুব্রতর পাশাপাশি বাকি দু-জনকেও ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।তবে অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ বিষয় হল, এদিন হিন্দিতে কথা বলতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।                              

এর আগে গত ৯ মার্চ, অনুব্রত মণ্ডলকে যখন জেরা করেছিলেন ED-র অফিসাররা, সূত্রের খবর সেদিনজেরার শুরুতে অনুব্রত মণ্ডলকে কাগজ-কলম দেওয়া হয়েছিল। তদন্তকারীরা তাঁকে বলেছিলেন, প্রশ্ন এবং উত্তর, দু-টোই নিজের হাতে লিখুন। তখন অনুব্রত বলেছিলেন, তিনি হিন্দি-ইংরেজি লিখতে পারি না। তদন্তকারীরা বলেন, ঠিক আছে। আপনি বাংলা জানেন তো! তা শুনে ফের অনুব্রত বলেন, বাংলাতেও লিখতে পারব না। এরপর বাংলা জানা এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল।পরের দিন ১০ মার্চ, তৃণমূল নেতাকে যখন রাউস অ্যাভিনিউ কোর্টে তুলেছিল ED, সেদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বিচারককে জানিয়েছিলেন, অনুব্রত মণ্ডল হিন্দি বা ইংরেজি জানেন না। বাংলাতেও লিখতে পারছেন না। একদিন মাত্র জেরা করা সম্ভব হয়েছে।                        


এরপর অনুব্রতর কাছে বিচারক জানতে চেয়েছিলেন, তিনি কি হিন্দি বা ইংরেজি জানেন? বলতে বা লিখতে পারেন? তখন মাথা নেড়ে না বলেছিলেন অনুব্রত। কিন্তু, ৬ মাসেই বদলে গেল ছবিটা।এর মধ্যেই কি জেলে হিন্দি শিখে ফেললেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা? কারণ, বৃহস্পতিবার আদালত থেকে বের করার সময় নিজের আইনজীবীর সঙ্গে রীতিমতো হিন্দিতে কথা বলতে শোনা গেল তাঁকে।


আরও পড়ুন: WB Dengue: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? পরিদর্শনে ডেপুটি মেয়র