কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরও কি মশার আঁতুড়ঘর? (Dengue) জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ডেপুটি মেয়রের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও।


পরিদর্শনে ডেপুটি মেয়র: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে। এবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে তদন্তে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিদর্শন করেন তিনি। আর এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বাদানুবাদেও জড়ান তিনি। 


শহরে ফের ডেঙ্গির থাবা। পুজোর মুখে ভয় ধরাচ্ছে এডিস ইজিপ্টাই। গত ৮ দিনে শহরে মৃত্যু হয়েছে ৫ ডেঙ্গি আক্রান্তের। রাজ্য়ে সরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ুর সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে সংখ্য়াটা ৩৬। চলতি বছরে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভাইরাসের চরিত্র বোঝার জন্য পজিটিভ রোগীদের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে।নাইসেড সূত্রে খবর, আক্রান্তদের ৭০ শতাংশই DENV3 এবং ২৫ শতাংশ রোগী আক্রান্ত DENV2-তে। 


গতকাল ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। মৃতের নাম সংযুক্তা পাল (১২)। মতিঝিল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে, প্রসবের ৭ দিনের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক প্রসূতির মৃত্যু মৃত্যু হয়েছে। মৃতের নাম পায়েল নন্দী (৩৩)। পরিবার সূত্রে খবর, মাতৃসদন হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেওয়ার ৩ দিন পর ডেঙ্গিতে আক্রান্ত হন পায়েল। বাঘাযতীনের বেসরকারি হাসপাতাল হয়ে ভর্তি করা হয় পিয়ারলেসে। সেখানেই মারা যান তিনি। 

এর আগেও ডেঙ্গি মোকাবিলায় পথে নামেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর। এদিন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান অতীন ঘোষ। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।


আরও পড়ুন: Anubrata Mondal: বাড়ল হেফাজতের মেয়াদ, অনুব্রতর পুজো কাটবে তিহাড়েই