প্রকাশ সিনহা, কলকাতা: আজ দিল্লিতে (Delhi) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেরা করবেন ইডি অফিসাররা (ED Officers)। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি (Videography) করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি।


অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি-র সদর দফতরেই রাত কেটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।


বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আদালতে পেশ করা নিয়ে মধ্যরাতে টানটান নাটক! ইডির অফিস থেকে প্রথমে ভার্চুয়াল শুনানি হলেও, বিরোধিতা করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। পরে মাঝরাতেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হল বিচারকের বাসভবনে। দু-পক্ষের সওয়াল শুনে অনুব্রত মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।  


দিল্লি পৌঁছনোর পর এদিন অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। তারপর ইডি অফিসে নিয়ে যাওয়া হয় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। রাত সাড়ে ১১টা নাগাদ ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় শুনানি। প্রথমেই অনুব্রত মণ্ডলকে ১৪ দিনের জন্য হেফাজতের আবেদন জানান ইডির আইনজীবী। কিন্তু ভার্চুয়াল শুনানিতে আপত্তি জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে আদালতে সশরীরে হাজিরার পক্ষে সওয়াল করেন।  


আরও পড়ুন, 'দিল্লির লস্যি খাবেন, সুখেই থাকবেন' অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের


প্রতিবাদ করেন ইডির আইনজীবী। তিনি বলেন, কোভিডের সময় এরকম অনেকবার হয়েছে। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, কোনও অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিতে হলে প্রথমবার আদালতে সশরীরে হাজির করা উচিত। পাশাপাশি অনুব্রতর আইনজীবী আরও বলেন, তিনি তাঁর মক্কেলের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান। ইডির আইনজীবী পাল্টা প্রস্তাব দেন, তাহলে ৯ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হোক। দু-পক্ষের সওয়াল শুনে বিচারক অনুব্রত মণ্ডল-সহ দু-পক্ষের আইনজীবীকে সশরীরে শুনানির জন্য তাঁর বাসভবনে আসতে বলেন। 
 
এরপর অনুব্রত মণ্ডলকে নিয়ে বিচারকের বাসভবনের উদ্দেশে রওনা দেয় ইডি। অনুব্রত মণ্ডলের আইনজীবীরাও সেখানে পৌঁছন। রাত ১টার পর বিচারকের বাসভবনে শুরু হয় শুনানি। সূত্রের খবর, ইডির আইনজীবী বলেন, গরুপাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, তা জানার জন্য অনুব্রত মণ্ডলকে জেরার প্রয়োজন রয়েছে। তাদের কাছে একাধিক তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেন ইডির আইনজীবী। ইডির হেফাজতের নেওয়ার আবেদনের বিরোধিতা করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি বলেন, আদালত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে এসে মেডিক্যাল পরীক্ষা করাতে বললেও, নামমাত্র একজন চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। যেখানে কলকাতায় তিনজন চিকিৎসকের বোর্ড গঠন করে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। 


দুপক্ষের সওয়াল জবাব শুনে অনুব্রত মণ্ডলকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি বীরভূমের তৃণমূল সভাপতিকে প্রতিদিন মেডিক্যাল টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে।