কলকাতা: দীর্ঘ পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সের পর থেকে বেরোলেন অনুব্রত।
বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার (Post Poll Violance) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ২ মে, ২০২১ সালে ভোটের ফলপ্রকাশের পর ইলামবাজারে বিজেপি কর্মী খুনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ, বেলা পৌনে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর সিজিও থেকে বেরোন অনুব্রত মণ্ডল। গত বছরের ২ মে, ইলামবাজারের গোপালনগরে বিজেপি (BJP) কর্মী গৌরব সরকারকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। নিহতের বাবা অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর দুই ছেলেকে মারধর করা হয়েছিল। পরে গৌরব হাসপাতালে মারা যান। অভিযোগ ছিল, অনুব্রত মন্ডলের অঙ্গুলিহেলনেই এই কাজ করেছে স্থানীয় তৃণমূল। তার ভিত্তিতেই এই জিজ্ঞাসাবাদ। এর আগে একাধিকবার এই মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু, বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত। অবশেষ পঞ্চমবারের তলবে, বৃহস্পতিবার গেলেন সিবিআই দফতরে।
ফোন নম্বরে নজর:
অনুব্রত মন্জলের কতজন দেহরক্ষী রয়েছেন। সেই প্রশ্ন জিজ্ঞেস করেন সিবিআই (CBI) আধিকারিকরা। সব দেহরক্ষীর ফোন নম্বর নিয়েছে সিবিআই। এমনকী অনুব্রত মন্ডলের মেয়ের ফোন নম্বরও নিয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, ঘটনার দিন অনুব্রত মন্ডল নিজের ফোনে কথা বলেননি। এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই ঘনিষ্ঠবৃত্তের ফোন নম্বর নেওয়া হয়েছে।
বুধবারই কলকাতায়:
বুধবার রাতেই বীরভূম থেকে কলকাতা এসেছিলেন অনুব্রত। এদিন জিজ্ঞাসাবাদের পর ফিরে গিয়েছেন চিনার পার্কের ফ্ল্যাটে। আগামীকাল, শুক্রবার এসএসকেএম-এ চিকিৎসার জন্য যেতে পারেন অনুব্রত মন্ডল।
অন্য মামলায় দেহরক্ষীতকে জিজ্ঞাসাবাদ:
বুধবারই সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বাড়িতে গিয়েছিলেন CBI’র চার তদন্তকারীর একটি দল। গরুপাচার মামলায় অনুব্রত দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে গিয়েছিল 0সিবিআই। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি! নিরাপত্তারক্ষীর বাড়ি ঘিরে ফেলেন CISF জওয়ানরা। শুরু হয় তল্লাশি। তথ্য পেতে ছাদেও তল্লাশি চালানো হয়। সকাল ৮টা থেকে দফায় দফায় সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান CBI’র তদন্তকারী দল। দুপুর ৩টে থেকে বাড়িতেই সায়গলকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সোয়া এগারোটা নাগাদ সায়গল হোসেনের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।
আরও পড়ুন: চিকিৎসার জন্য অভিষেকের বিদেশযাত্রায় সায়, খারিজ ইডির আপত্তি