কলকাতা: ইডির আপত্তি খারিজ, অভিষেকের দুবাই যাত্রায় সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবাই যাওয়ার সময় অভিষেকের সঙ্গে থাকতে পারবেন তাঁর স্ত্রী রুজিরাও। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছে হাইকোর্ট।    


ইডিকে জানাতে হবে
দুবাইয়ে (Dubai) কোন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন অভিষেক, কোথায় থাকছেন সব জানাতে হবে। বিমানের টিকিট এবং দুবাইয়ের ফোন নম্বর ইডিকে জানাতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।


এফআইআর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রীর নাম নেই। যখন ডাকা হয়েছে, ইডির অফিসে যাওয়া হয়েছে। তথ্য দেওয়া হয়েছে। ফলে তদন্তে অসহযোগিতা করার প্রশ্নই নেই, এমনই দাবি করেছেন অভিষেকের আইনজীবী। ইডি (ED) তরফে আপত্তি করা হয়েছিল যে, অভিষেক বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন। তাদের প্রশ্ন ছিল, কী এমন সমস্যা হয়েছে যে ভারতে চিকিৎসা হচ্ছে না অভিষেকের? অভিষেকের বিরুদ্ধে চিকিৎসা-সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ করেছিল ইডি। সেই কারণেই চিকিৎসার কারণেও অভিষেকের বিদেশ যাত্রায় আপত্তি করে সওয়াল করেছিল ইডি। অভিষেক দুবাইয়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে ইডি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
এরপরেই পাল্টা প্রশ্ন করে হাইকোর্ট। সূত্রের খবর, হাইকোর্টের তরফে ইডিকে পাল্টা প্রশ্ন করা হয়, 'যখন জানেন বিনয় মিশ্র দুবাইয়ে আছেন, তাহলে কী পদক্ষেপ করেছেন?'। অভিষেকের বিদেশযাত্রা নিয়ে ইডির আপত্তি নিয়ে  প্রশ্ন হাইকোর্টের।   


কী কারণে আবেদন:
ইডি এখনও অভিষেককে তলব করেনি, নিজে চিঠি দিয়ে সমস্যার কথা জানিয়েছেন অভিষেক। এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ইডিকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ৩ থেকে ১০ জুন কয়লা পাচারকাণ্ডে তলব না করতে। কারণ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন তিনি। সূত্রের খবর, তখন তার জবাবে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করে ইডি। তারপরেই ইডি-র নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ অভিষেক।


আরও পড়ুন: কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ, সাংসদ, বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর