সৌমিত্র রায়, কলকাতা: বিশেষ পরীক্ষা করা হল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। আজ তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) যান তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। হাসপাতাল সূত্রে দাবি, এখনও বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল (TMC) সভাপতির শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।


গত ৬ এপ্রিল গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে পঞ্চমবারের জন্য তলব করেছিল CBI। কিন্তু সেদিন শেষমুহূর্তে, নাটকীয়ভাবে, নিজাম প্যালেসের দিকে যেতে যেতেও আচমকা SSKM হাসপাতালের দিকে ঘুরে যায় তাঁর গাড়ি। তারপর থেকে সুপার স্পেশালিটি এই হাসপাতালেরই উডবার্ন ওয়ার্ডে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। 


কেমন আছেন অনুব্রত? 


জানা যায়, শ্বাসকষ্ট সহ তাঁর একাধিক সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে দাবি। চিকিত্‍সায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। শ্বাসকষ্টের সমস্যা কী থেকে হচ্ছে তা জানার জন্য বুধবার সিটি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা করানো হয়। এর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ভবানীপুরে এসএসকেএমেরই শাখা রামরিক দাস হাসপাতালে। আজ দুপুর আড়াইটের দিকে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর পরনে ছিল সবুজ টি শার্ট, ট্রাউজার্স আর চটি।                                                         



আরও পড়ুন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের


হুইলচেয়ারে উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে। তারপর অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় রামরিকে। মিনিট ১৫ পর তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। এর আগে অনুব্রতকে দেখতে আসেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, "ভাল আছেন। ডাক্তাররা একা থাকতে বলেছেন। আমার সঙ্গে দেখা হয়নি।" 


SSKM সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। অনুব্রত মণ্ডল এসএসকেএম-এ ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে গেছে সিবিআই।