নয়া দিল্লি : নতুন করে দানা-বাঁধছে করোনা (Corona Virus) আতঙ্ক। এই পরিস্থিতিতে বিনা-মাস্কে (Mask) বেরোলে ফের জরিমানার পথে হাঁটতে পারে দিল্লি। জনবহুল এলাকায় কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে জরিমানার পদক্ষেপ নতুন করে আরোপ করতে পারে দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে আজই একটি বৈঠক করে ডিডিএমএ। সূত্রের খবর, সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম না মানলে ৫০০ টাকা জরিমানা করা হবে। 


সপ্তাহ তিনেক আগে, সংক্রমণ একেবারে কমে আসে রাজধানীতে। সেই সময় দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। যদিও জনবহুল এলাকায় মাস্ক পরার জন্য তখনও উপদেশ দেওয়া হয়েছিল। এদিকে সূত্রের খবর, রাজধানীতে স্কুল খোলা থাকবে। তবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর স্ট্যান্ডার্ট অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।


গত কয়েকদিন ধরে দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা গেছে। গতকালের বুলেটিন অনুযায়ী, দিল্লিতে ৬৩২ জন করোনা আক্রান্ত হন। টানা তিন দিন ৫০০-র বেশি সংক্রমণ দেখা গেছে রাজধানীতে। যদিও পজিটিভিটির হার কমে হয়েছে ৪.৪২ শতাংশ। সোমবার ছিল ৭.৭২ শতাংশ।


আরও পড়ুন ; ফের দাপট দেখাচ্ছে করোনা, প্রায় ৬৬% বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুও


এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। প্রায় ৬৬% বেড়েছে দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।


আজকের করোনা আপডেট -


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ৬ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪৭ হাজার ৫৯৪। এটা কি চতুর্থ ঢেউয়ের আভাস? মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা।