কলকাতা: অনুব্রত (Anubrata Mondal) সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে বহু ‘কুকীর্তি’ প্রকাশ্যে আনবেন, এমনটাই দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক (MLA) স্বপন মজুমদারের। তিনি এও বলেন, "বগটুইকাণ্ডের মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। এখন উডবার্ন ওয়ার্ডে শুয়ে আছেন। মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ড থেকে আর ফিরতে দেবেন না। ফিরতে দিলে সব কুকীর্তি ফাঁস করে দেবে’, বিস্ফোরক দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। 


এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "সিবিআইয়ের উচিত বিজেপি বিধায়ককে ডেকে পাঠানো।" 



নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। আগের দিনই এসে গিয়েছিলেন কলকাতায়। কিন্তু বাড়ি থেকে বেরলেও নিজাম প্যালেসে যাননি অনুব্রত। তার বদলে তাঁর গাড়ি পৌঁছেছিল SSKM হাসপাতালে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে বলে জানিয়ে বুধবার থেকে সেখানেই ভর্তি অনুব্রত মণ্ডল। সুপার স্পেশালিটি এই সরকারি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর রুমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসার জন্য তৈরি হয়েছে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।         


আরও পড়ুন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মোদির উপস্থিতি নিয়ে সংশয়


                                      


সম্প্রতি  অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চেয়েছিল সিবিআই। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের জন্য তৈরি মেডিকেল বোর্ডে কতজন চিকিৎসক রয়েছেন ? অনুব্রত মণ্ডলের কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে ? এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা কী রকম ?’ চিঠিতে জানতে চেয়েছে সিবিআই। ‘অনুব্রত মণ্ডলের হার্টের সমস্যা রয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ নন’। ‘এছাড়াও অনুব্রত মণ্ডলের একাধিক অসুখের চিকিৎসা চলছে’। ‘অনুব্রত মণ্ডলের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে’। ইমেল করে সিবিআইকে জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ, এমনটাই খবর।