কলকাতা: জোকার (Joka) ইএসআই (ESI) হাসপাতাল (Hospital) থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। অনুব্রতকে হেফাজতে নিয়ে বেরিয়ে গেলেন ইডি-র আধিকারিকরা। অনুব্রতকে নিয়ে ইডি-র (ED) গাড়ি রওনা দিয়েছে বিমানবন্দরের উদ্দেশে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। হাসপাতাল চত্বরে অনুব্রতকে ঘিরে 'গরুচোর' স্লোগান।
এদিন, প্রায় ৩ ঘণ্টা স্বাস্থ্যপরীক্ষা হয় অনুব্রতর। হাসপাতাল কর্তৃপক্ষ ফিট সার্টিফিকেট দিলে অনুব্রতকে নিয়ে রওনা দেন ইডি অফিসাররা।
গতকালই দিল্লি যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছটা গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে। শক্তিগড়ে জলখাবার সারলেন কেষ্ট।
তারপর ফের অনুব্রতকে এসকর্ট করে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED'র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। দিল্লি নিয়ে যাওয়ার পর আবার মেডিক্যাল পরীক্ষা করা হবে অনুব্রতর।
আরও পড়ুন, রাত হয়ে যাবে, আজই দিল্লিতে আদালতে পেশ করা হবে না অনুব্রতকে, থাকবেন কোথায় ?
আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত। অনুব্রতকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে।জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, ইডি হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ইডি-র অফিসাররা। ইডি অফিসারদের সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।