প্রকাশ সিনহা, কলকাতা :  গরুপাচার মামলায় ( Cow Smuggling Case )  অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  ১৪ দিনের হেফাজতে নিতে চায় ইডি ( ED ) । সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে রাত হয়ে যাবে, তাই আজই আদালতে পেশ করা হবে না।


দিল্লিতে পৌঁছে ফের অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। নিয়ে যাওয়া হবে সফদরজং অথবা রাম মনোহর লোহিয়া হাসপাতালে। রাতে ইডি-র দফতরেই রাখা হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। আগামীকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে কেষ্টকে। ইডি সূত্রে এমনই জানা গেছে। 


গরুপাচার মামলায় গতবছরের ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। ৭ মাস পর, মঙ্গলবার দোলের দিন দিল্লি যাত্রার সম্ভাবনা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। সকাল ৬টা ৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বের করা হয় অনুব্রত মণ্ডলকে।


জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। এরপর অনুব্রতকে নিয়ে কনভয় রওনা দেয় কলকাতার দিকে। জেল থেকে অনুব্রতকে এসকর্ট করে কলকাতায় পৌঁছে দেওয়ার দায়িত্বে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। কেন্দ্রীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে আজই ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার।                    

আরও পড়ুন :


'সারদা কেলেঙ্কারির আসল মুখ হল মমতা', শুভেন্দুর মন্তব্যের পরই এক সুরে আক্রমণ কুণাল-সেলিমের


অন্যদিকে, আসানসোল জেল থেকে কলকাতায় যাওয়ার পথে, পুলিশি নিরাপত্তার মধ্যেই নিয়ম ভাঙার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। বর্ধমানের শক্তিগড়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষ ও অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মিদ্যা ও আরও এক ব্যক্তির সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাশ সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় আধঘণ্টা ৩ জনের সঙ্গে কথা বলেন অনুব্রত। ছবিতে অনুব্রতকে নির্দেশ দিতে এবং তৃণমূল ছাত্র নেতা কৃপাময়ের কানে কানে কিছু বলতে দেখা যায়। গরুপাচারকাণ্ডে কৃপাময় ও তুফান, দু’জনেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। প্রশ্ন উঠেছে, কীভাবে পুলিশের বেষ্টনী এড়িয়ে তাঁরা পৌঁছলেন অনুব্রতর কাছে? অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা তখন ছিলেন অন্য টেবিলে। এদিন অনুব্রতর জলখাবারে ছিল কচুরি, তরকারি, মিষ্টি।