মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : বুধবারই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। আজ ফের তাঁকে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে পেশ করা হচ্ছে। আসানসোল সংশোধনাগার থেকে বের হয়ে অনুব্রত ( Anubrata Mondal ) জানান, 'তাঁর শরীর ভাল নেই'।


মলয় ঘটকের ( Moloy Ghotak )  বাড়িতে আজ সিবিআই হানা দিয়েছে, এ নিয়ে কিছু বলবেন কি না, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়। ঘাড় নেড়ে অনুব্রত বুঝিয়ে দেন, তিনি কিছু বলবেন না।  সূত্রের খবর, অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শর্তসাপেক্ষে জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা। 


উল্টোদিকে অনুব্রত প্রভাবশালী, এই যুক্ত দেখিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন সিবিআইয়ের আইনজীবী। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।  


জেলে রেখেই ভার্চুয়াল শুনানি মঙ্গলবার
এর আগে, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেও জেলে রেখেই ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। আসানসোলে সিবিআই-এরবিশেষ আদালতে আবেদন জানান আসানসোল জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, পার্থর পর অনুব্রত-মামলাতেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জানানো হয়। জেলে ভার্চুয়াল শুনানির জন্য সবরকম বন্দোবস্ত রয়েছে বলেও আদালতকে জানিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। 


ব্যাঙ্কের চার আধিকারিককেও তলব


অন্য দিকে, সিউড়ি এবং বোলপুরের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককেও তলব করে সিবিআই। নিজাম প্যালেসে দুই ব্যাঙ্ক আধিকারিকের বয়ান রেকর্ড করেছে তারা। সূত্রের খবর, গরুপাচার মামলায় অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে তাঁদের বেশ কিছু নথি আনতে বলা হয়। সিবিআই সূত্রে দাবি, ইতিমধ্যেই অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট হাতে এসেছে। এ ছাড়া, অনুব্রতর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামেও একাধিক ব্যাঙ্কে টাকা রাখা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। সেই সূত্রেই ব্যাঙ্কের চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ। 


অন্যদিকে, মঙ্গলকোটে (Mongalkot) অশান্তি ও খুনের চেষ্টার মামলার রায়দান আগামী ৯ সেপ্টেম্বর। মামলার সওয়াল-জবাব পর্ব গতকাল শেষ হয়েছে। ৯ সেপ্টেম্বর রায়দানের দিন বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজির থাকবেন অনুব্রত মণ্ডল-সহ বাকি অভিযুক্তরা। ২০১০-এর মঙ্গলকোটে অশান্তি ও খুনের চেষ্টার মামলায় অনুব্রত ছাড়া পুলিশের চার্জশিটে নাম রয়েছে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ ও তাঁর ভাই নানুরের তৃণমূল নেতা কাজল শেখের।