মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  আজ মঙ্গলকোটের ( MangalKot )  পুরনো একটি মামলায় পেশ করা হবে বিধাননগরের MP-MLA আদালতে। ওই মামলার আজই রায়দান। তার আগেই অনুব্রত জানালেন, ' দিদি পাশে আছে, এটাই এনাফ। '



মঙ্গলকোটে অশান্তি
শুক্রবার আসানসোল জেল থেকে বীরভূমের ( Birbhum ) তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হচ্ছে বিধাননগরে ( Bidhannagar ) । ২০১০ সালে মঙ্গলকোটে অশান্তি  ( Mangalkot violence ) পাকানোর চেষ্টা সহ একাধিক ধারায় মামলা হয়। সেই মামলায় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের নাম ছিল চার্জশিটে ( Chargesheet ) । ১৫ জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। 

জেল থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন, ' জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ। '

'অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে'
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  বলেছেন, অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে। দলনেত্রীর ওই মন্তব্যের পরই আজ জেল থেকে বেরনোর সময় অনুব্রত জানালেন, জেলে কেউ সারাজীবন থাকে না।


বৃহস্পতিবার ফের খোলাখুলি, দুর্নীতির মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বের করে আনতে হবে। ' দলনেত্রীর ওই মন্তব্যের পরই আজ জেল থেকে বেরনোর সময় অনুব্রতর গলায় আত্মবিশ্বাসের সুর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' প্রতিটা নির্বাচনে ওকে ঘরবন্দি করে দেয়। ভাবছেন জেলে বন্দি রেখে লোকসভা সিট দু’টো দখল করবেন। সে গুড়ে বালি!' গত পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদের সবক’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। অনুব্রত মণ্ডলের জেল-যাত্রার প্রভাব কি আগামী পঞ্চায়েত ভোটে পড়তে পারে? সেটা বোঝা যাবে আগামী বছরেই।


অন্যদিকে, অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ ও আর্থিক লেনদেন সম্পর্কে জানতে ফের ব্যাঙ্ক আদিকারিকদের ডেকে পাঠাল সিবিআই। অনুব্রত মণ্ডল, তাঁর আত্মীয় ও পরিচিতদের যে সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই সব ব্যাঙ্কের অফিসারদের নথ সহ তলব করা হয়। ব্যাঙ্কের অফিসাররা বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে একে একে আসেন।