প্রকাশ সিন্হা, কলকাতা: ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বীরভূমের (Birbhum) তৃণমূল (TMC) জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospitals)। হুইল চেয়ার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে অনুব্রত বুকে ব্যথা অনুভব করেন, খবর সূত্রের। রাতে চিকিৎসকদের সঙ্গে কথা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁকে আনা হয়েছে হাসপাতালে।
হাসপাতালে অনুব্রত
সকাল সাড়ে ৯টা নাগাদ হাসপাতালে পৌঁছন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা তাঁকে দেখছেন। গতকাল রাতেই বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। তখনই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ডাক্তাররা তাঁকে আজ সকালে হাসপাতালে আসতে বলেন। তাঁদের পরামর্শ মতোই হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে।
চিকিৎসকেরা আপাতত তাঁকে দেখছেন। করা হবে একাধিক পরীক্ষা-নিরীক্ষা (Examination)। কোথাও কোনও ব্লকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। দুটো গাড়ি করে তিনি এসেছেন। সঙ্গে ছিল পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে দশ পা হাঁটার পর তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়। এরপরই তাঁকে হুইলচেয়ারে (Wheel Chair) করে তাঁকে ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, ২২ এপ্রিল এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
অনুব্রত-র শারীরিক অবস্থা
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা ছিল তাঁর