অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম :  অবশেষে আঠেরো মাস পর কলকাতা ফিরলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা  মণ্ডল। বীরভূমের নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলের কর্মী সমর্থকরা।


গরুপাচার কাণ্ডে ২ বছর আগে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। কিন্তু পার্টি সুপ্রিমো কোনওদিনই তাঁর বিপক্ষে কথা বলেননি। বরং অনুব্রতর পক্ষেই বারবার সওয়াল করেছেন তিনি। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও অনুব্রতকে 'বাঘের' সঙ্গে তুলনা করেছেন। আর লালমাটির দেশে তাঁর অনুগামীরা বছরভর সব শুভ তিথিতেই তাঁর নামে বিরাট - বিরাট যজ্ঞের আয়োজন করেছে। অবশেষে তাঁদের প্রার্থনা সার্থক করে গড়ে ফিরছেন অনুব্রত। 


এদিন তিনি আসার জন্য কলকাতা বিমানবন্দরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। প্রথমে ৩ নম্বর গেট দিয়ে বেরোবার কথা থাকলেও পরে মেয়েকে নিয়ে ১ নম্বর গেট দিয়ে বেরোন তৃণমূল নেতা। পুস্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। ভোর ৫.২০ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা। 


গুস্করা স্টেশনে রেলগেট পড়াতে অনুব্রতের গাড়ি দাঁড়ায় কিছুক্ষণের জন্য।  এবিপি আনন্দের বুম দেখেই গাড়ির কাচ নামালেন। জানালেন, গা হাত পায়ে ব্য়থা । কোনও বিতর্কে যাবেন না বুঝিয়ে দিলেন । তাই মন্তব্য করতে চাইলেন না রাজ্যের মন্ত্রীর 'বীরভূমের বাঘ' মন্তব্য নিয়ে। ইঙ্গিত দিলেন, 'দিদি'র সঙ্গে দেখা হতে পারে আজই। বললেন, 'আজ দিদি আসছেন। শরীর ভাল থাকলে দেখা হবে। দিদির জন্য সবসময় আছি।' 


এদিন বীরভূম যাওয়ার পথে, রাস্তার ধারে তাঁরা অভিবাদন জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী। উঠল তাঁর নামে 'জিন্দাবাদ' স্লোগান। কখনও কাচ নামিয়ে হাত নাড়লেন অনুব্রত, কখনও করলেন জোড় হাত। 


ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা বেষ্টনী রয়েছে তাঁকে ঘিরে।  বোলপুরে পৌঁছনোর আগে, অনুব্রত মণ্ডলের নিচু পট্টির বাড়ি মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে। তৃণমূল নেতাকে স্বাগত জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় করেছে বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের নেতা কর্মীরা। ফুলের মালা নিয়ে অনুব্রত মণ্ডলের জন্য় অপেক্ষা করছেন তাঁরা। তৃণমূল সূত্রে খবর, বেলা একটা নাগাদ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুখ্য়মন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন অনুব্রত মণ্ডল।     


আরও পড়ুন :


'অধিকারী ব্রাদার্স' বনাম 'ব্যানার্জি কোম্পানি', বন্যা পরিস্থিতিতে চরমে রাজনৈতিক তরজা