কলকাতা: কিক অফের ৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। গোল করে দলকে সমতায় ফেরান দীপেন্দু বিশ্বাস। ফের একবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে আইএসএলে সোমবার পুরো পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান।


যে জয়ের অন্যতম কারিগর বঙ্গসন্তান দীপেন্দু। সবুজ-মেরুন জার্সিতে প্রথম গোল। ম্যাচের পর উচ্ছ্বসিত বাংলার ফুটবলার। দীপেন্দু বলেছেন, 'মোহনবাগানের হয়ে প্রথম গোল। অবশ্যই স্বপ্নপূরণের মতো। খুবই ভাল লাগছে দলের হয়ে গোল করেছি। ম্যাচ জিততে পেরেছি। আমরা হারছিলাম কিংবা ড্র হচ্ছিল ম্যাচ। অনেক দিন পরে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছি ভেবে খুব ভাল লাগছে। আজকে দল জিতেছে। আশা করছি পরের ম্যাচগুলিতে ভাল ফল হবে।'


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


তিন গোলের মধ্যে সবচেয়ে পছন্দের কি নিজের গোলটি? দীপেন্দু বলছেন, 'আমার নিজের গোলটি বলব না, দলের সবকটি গোলই ভাল। আমাদের ক্নিনশিট রাখতে হবে। আমরা অনেক চেষ্টা করছি। একশো শতাংশ দিচ্ছি।' যোগ করেছেন, 'কোচ আমার ওপর ভরসা রাখছেন। সেই দায়িত্বই পালন করেছি। আমাকে প্রথম দলে সুযোগ দিয়েছেন। দলের জন্য কিছু করতে পেরে নিজেকে প্রমাম করতে পেরে ভাল লাগছে।'


 






সোমবারের ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও দু’বারই সমতা ফেরানোর পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র (North East United FC) হাত থেকে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Supergiant)। সোমবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকেরা দেখলেন ফুটবলের এক রুদ্ধশ্বাস যুদ্ধ। শেষ হাসি হাসলেন সবুজ-মেরুন তারকারা। দুই প্রতিবেশী রাজ্যের দলের মধ্যে লড়াইয়ে উত্তেজনার পারদ ওঠে চরমে। একটা সময় মনে হচ্ছিল যে কেউ জিততে পারে ম্যাচ। কিন্তু ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিংসের গোলে চলতি আইএসএলের প্রথম জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।


আরও পড়ুন: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।