পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: অনুব্রতর অডিওকাণ্ডে (Anubrata Mondal Viral Audio Controversy ) এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ৫ দিনের মধ্যে দিতে হবে তথ্য-সহ রিপোর্ট জমা দিতে হবে। বীরভূমের পুলিশ সুপারকে চিঠি দিল NCW।
রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট তলব: অনুব্রতর অডিওকাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ৫ দিনের মধ্যে উপযুক্ত তথ্য-সহ রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে তারা। বীরভূমের পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনে। অডিওকাণ্ডে এর আগেই পুলিশের অ্যাকশন টেকেন রিপোর্টে অসন্তোষপ্রকাশ করেছিল NCW। সূত্রের খবর, পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও FIR কপি। রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও।
আইসিকে কদর্যভাষায় হুমকি দিয়েও ধরাছোঁয়ার বাইরে কেষ্ট। অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল হওয়ার পর ডিজিকে চিঠি পাঠায় NCW। কী কী পদক্ষেপ করা হয়েছে, জানতে চায় মহিলা কমিশন। মহিলা কমিশনের চিঠির উত্তর দেন বীরভূমের পুলিশ সুপার। আর এবার রিভিউ অ্যাকশন রিপোর্ট চাওয়া হল। জাতীয় মহিলা কমিশনের নির্দেশ, অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে। গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে জানিয়েছে NCW। যা ধারা আছে তার সঙ্গে BNS-এর ৭৯, ৩৫২ ও ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ দিয়েছে তারা। এর মধ্যে BNS-এর ৭৪ নম্বর ধারা জামিনঅযোগ্য। চিঠিতে জাতীয় মহিলা কমিশন উল্লেখ করেছে, 'IC-র মোবাইল বাজেয়াপ্ত, অথচ অভিযুক্তর কোনও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি! একই অপরাধ কোনও সাধারণ নাগরিক করলে, তাকে থাকতে হত জেলে এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না। উর্দি পরা বাহিনী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে, তাতে বিপজ্জনক বার্তা যায়।'
অনুব্রত মণ্ডলের পুলিশ অফিসারকে হুমকি দেওয়ার ঘটনায়, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন। এবিপি আনন্দকে জানিয়েছে কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "আমরা জানলাম, এটা FIR হয়েছে এবং অ্যাকশনও হয়েছে তাঁর (অনুব্রত মণ্ডল) বিরুদ্ধে। তারপরে আমরা জানিয়েছিলাম, আমাদেরকে রিপোর্ট পাঠাতে হবে এবং সেটার জন্য পরবর্তীতে সুয়োমটো করা হয়েছে। আমাদের পরবর্তী পদক্ষেপ, রিপোর্টের জন্য অপেক্ষা করব। রিপোর্ট যদি সন্তোষজনক হয়, নাহলে আমরা আবার বলব, সন্তোষজনক নয়।''