কলকাতা: সুকন্যার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত। 'মেয়েকে গ্রেফতার করা অন্যায়'। আদালতে পেশের সময় বললেন অনুব্রত মণ্ডল। গত সপ্তাহে ED-র হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। গরু পাচার মামলায়, দিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর, ২ বার, ED-র হাজিরা এড়ান অনুব্রত কন্য়া সুকন্য়া মণ্ডল। ED-সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা।  তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। এর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়।                                 


মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলকে এদিন আদালতে তোলা হয়। সেই সময় মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। মেয়েকে গ্রেফতার করা অন্য়ায় হয়েছে বলে মন্তব্য তাঁর। এদিন আদালতে তোলা হলে ৪ মে পর্যন্ত বাড়ল অনুব্রত মণ্ডলের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির হেফাজতের ১২ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।                                      


গরুপাচার মামলায় বিস্তর টানাপোড়েন হয়েছে বাবাকে নিয়ে (Cattle Smuggling Case)। তারপর আসানসোল থেকে সটান তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এবার দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও (Sukanya Mondal)। তিহাড় জেলে (Tihar jail) মহিলাদের কুঠুরিতে রাখা হয়েছে সুকন্যাকে। জেলে কিছু বই নিয়ে যেতে চেয়েছেন সুকন্যা। সেখানে গিয়ে অসুস্থ বান্ধবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। কথা বলতে চেয়েছেন বাবার সঙ্গেও। 


দিনকয়েক আগে ইডি-র জেরায় কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত কন্যা সুকন্যা, খবর সূত্রের। সূত্রের খবর, আমি কিছু করিনি বলে কান্না সুকন্যার। ব্যবসা সংক্রান্ত কোনও তথ্য দিতে পারব না বলেও মন্তব্য করেছেন সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই, জেরায় আবেদন সুন্যার। তিহাড়ে বন্দি বাবার সঙ্গেও কথা বলতে চাই, দাবি সুকন্যার, খবর সূত্রের। 


আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস