আবির ইসলাম, বোলপুর : বোলপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মিছিলের দিনই আক্রমণে খোদ বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির 'ইস্যু' কাজে লাগাতে না পারার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য তাঁর। অনুপম হাজরা বলেছেন, ‘বীরভূমে জমি তৈরি, ইস্যু ঘিরে ফসল ফলানোর সেরা সময়। তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন? কোনও পদাধিকারীর দেখা পেলাম না। কিন্তু পদে নেই এমন বহু মানুষ দেখা করলেন, ইস্যুটি নিয়ে কথা বললেন। আন্দোলনে নামতেও তৈরি জানাতে পিছপা হলেন না।’


পাশাপাশি দলের মধ্যেই ‘বিভীষণ’ থাকার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। তাঁর অভিযোগ, ‘বীরভূমে যারা পদে, তাদের মধ্যে অনুব্রত নিয়ে উৎসাহ নেই। বীরভূমে ঘরের শত্রু বিভীষণ থাকলে, খুঁজে বের করে ফাঁস করব। কারণ নিজের মাটিতে কোনও বাঁদরামো বরদাস্ত করব না। অনুব্রত মণ্ডলের মত অত্যাচারী নেতা গ্রেফতার হয়েছে। সেটা ইস্যু করে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জমি তৈরি, এখন যদি মাঠে না নামেন, তাহলে আর কবে নামবেন।’


যার পরই অভিযোগের সুর চড়িয়ে অনুপম হাজরার সংযোজন, 'খবর পাচ্ছি তৃণমূলের পয়সায় নাকি দু-একজন নেতার সংসার চলে। যদি এমনটা হয়ে থাকে' তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার সাধ্যমতো তাঁর যাবতীয় তথ্য সামনে আনব।' 



বিজেপি নেতার যে কথা সামনে আসতেই তাঁকে খোঁচা দিয়ে তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, 'বিজেপিকে ভাল না বেসে শুধু সিবিআই-ইডি থেকে বাঁচতে, দুর্নীতি আড়াল করতে যাওয়া লোক আছে। বিজেপির নেতাদের যে মানুষের কাছাকাছি যাওয়ার কোনও যোগ্যতা বা ক্ষমতা নেই এ তো সবাই জানেন। তাই হঠাৎ এই বিলম্বিত বোধদয় নিয়ে বক্তব্য শুনে কী লাভ? তাই আজ যা বক্তব্য শুনলাম তাতে কোনও নতুনত্ব পাচ্ছি না।'


আরও পড়ুন- জ্যোতিপ্রিয়কে ধমক, প্রতিমন্ত্রীদের গুরুত্ব বাড়ালেন মুখ্যমন্ত্রী


কিছুদিন আগেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি  বলেন, '৩-৪ কোটি হাজার টাকার মালিক অনুব্রত। কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, তৃণমূলে সব লোকজন বলত, এমনটাই শুনতাম, বলে জানালেন বিজেপি নেতা।