সৌভিক মজুমদার, কলকাতা :  তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিজেপি-সিপিএম-কংগ্রেস-সহ ১৭ নেতার সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে। অল্প সময়ে বিপুল সম্পত্তি কীভাবে? সেই নিয়েই হাইকোর্টে জনস্বার্থ মামলা।


শিশির, শুভেন্দু (Suvendu Adhikari), দিব্যেন্দু অধিকারীদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলা করা হয়েছে। তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ,অগ্নিমিত্রা পাল, শমীক ভটাচার্যের মতো বিজেপি নেতা-নেত্রীরা। পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim), কংগ্রেস নেতা আব্দুল মান্নানদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের। 


প্রসঙ্গত, সম্পত্তি মামলা অন্য আদালতে সরাতে চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিকের।  তাঁদের আইনজীবীরা আবেদনে জানান, যেহেতু রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই সেখানেই এই মামলার বিচার হওয়া উচিত। এ নিয়ে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 



২০১৭ সালের এই মামলায় ইতিমধ্যেই ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এই মামলায় ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর নাম রয়েছে। শাসকদলের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায় মামলার দ্রুত শুনানি চেয়ে ও ইডি-কে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন।  


এ নিয়ে বৃহস্পতিবার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে।   তিন মন্ত্রীর আবেদন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি, হাইকোর্ট থেকে মামলা লোকায়ুক্তে সরানোর দাবিতে সওয়াল করেন তিন মন্ত্রীর আইনজীবীরা। তাঁরা যুক্তি দেন, এই মামলা এই আদালতে গ্রহণযোগ্য নয়।  
যেহেতু রাজ্যে লোকায়ুক্ত আছে, তাই এই মামলার বিচার সেখানেই হওয়া উচিত। মামলা লোকায়ুক্তে সরানোর আবেদন নিয়ে কিছু জানায়নি প্রধান বিচারপতির বেঞ্চ।  আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। 


সরকারি কর্মী, আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে অনেকসময় সরকার মামলা লোকায়ুক্তে পাঠায়। তারপর সেই মামলার বিচার চলে লোকায়ুক্তে।  লোকায়ুক্তকে নিয়োগ করে সরকারই। এবার সেই লোকায়ুক্তেই মামলা সরানোর আবেদন জানালেন তৃণমূলের তিন মন্ত্রী।   


আরও পড়ুন- পাইলট কার, লাল বাতি ব্যবহারে নিষেধ, ক্লিন ইমেজ বজা রাখতে মন্ত্রীদের বার্তা মুখ্যমন্ত্রীর