কলকাতা: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘যা করছেন বাংলার মুখ্যমন্ত্রী, তা কি সমাজে বিভাজনের চেষ্টা নয়? 'বিশ্বের অন্য কোথাও যুদ্ধ চললে অন্য ব্যাপার, কিন্তু কি হচ্ছে বাংলা-বিহারে?' রামনবমীর মিছিল ঘিরে অশান্তি নিয়ে মমতাকে কটাক্ষ অনুরাগ ঠাকুরের। 


আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর: হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে হুগলির রিষড়া, রাম নবমীর মিছিলকে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের একাধিক জায়গায়। আর, তা নিয়ে কার্যত ঝড় উঠছে রাজ্য রাজনীতিতে। এই ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে হাওড়ার ঘটনায় মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 'মুখ্যমন্ত্রীর কাছে আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না। এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে।'হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।


রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় অশান্ত রিষড়া। দার্জিলিং সফর কাটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল। কথা বললেন স্থানীয়দের সঙ্গে, রিপোর্ট নিলেন সিপির। আর এর মধ্যেই ডানকুনিতে ফের পুলিশের বাধার মুখে সুকান্ত, হুগলি থেকে রাজভবনে এসে রাজ্যপালের কাছে নালিশ। ট্রেনে রিষড়ায় ঢোকার চেষ্টা লকেটের। স্টেশনেই আটকাল পুলিশ। বিহার থেকে গুন্ডা এনে অশান্তির ছক বিজেপির, তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।


কড়া বার্তা রাজ্যপালের: দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপালে। ‘জিও ওউর জিনে দো,’ অশান্ত রিষড়ায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের। দার্জিলিং সফরে কাঁটছাট করে এদিন রিষড়ায় যান সিভি আনন্দ বোস। তিনি বলেন, 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়। শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে। এবার তার শেষ হওয়া প্রয়োজন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই মিলে গণতন্ত্রের ভূমি থেকে এই ভিড়তন্ত্রকে উপড়ে ফেলতে হবে। সবাইকে একজোট হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে। ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে। একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে। শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের পিছনে যাবে' রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।


আরও পড়ুন: Governor On Suvendu Adhikari: 'সমালোচকরাই সেরা শিক্ষক,' শুভেন্দুর আক্রমণের জবাবে ধন্যবাদ রাজ্যপালের