কলকাতা : স্বাস্থ্যসাথী কার্ডে ক্যান্সার রোগীদের চিকিত্‍সার জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য। কোন কোন হাসপাতালে ক্যান্সার সংক্রান্ত চিকিত্‍সায় স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে, নতুন নির্দেশিকায় তার তালিকা দেওয়া হয়েছে।

কোথায় স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে
সরকারি সব ক্যান্সার হাসপাতাল ছাড়া যেসব মাল্টি স্পেশালিটি হাসপাতালে রেডিয়েশন অঙ্কোলজি, মেডিক্যাল অঙ্কোলজি ও অঙ্কোসার্জারি বিভাগ রয়েছে সেখানে স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে। এর বাইরে অন্য কোনও হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ক্যান্সার সংক্রান্ত চিকিত্‍সা করাতে গেলে স্বাস্থ্য ভবনের অনুমোদন নিতে হবে। 


আগের নির্দেশিকা কী ছিল 
এর আগে সেপ্টেম্বরেই স্বাস্থ্যসাথী ব্যবহার করে চিকিৎসা করার ক্ষেত্রে আরও একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য।সেই নির্দেশিকা অনুযায়ী, হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালে মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে এই সব অস্ত্রোপচার করালে সরকার বিমা বাবদ টাকা দেবে না। 


হার্নিয়া, হাইড্রোসিল বা দাঁতের অস্ত্রোপচার নিয়ে নির্দেশিকা
স্বাস্থ্যভবন সূত্রে দাবি, গত কয়েক বছরে রাজ্যে মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‍সা পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে।  কিন্তু দেখা যাচ্ছে, হার্নিয়া, হাইড্রোসিল বা দাঁতের অস্ত্রোপচারের মতো সাধারণ অস্ত্রোপচারের পরিকাঠামো সরকারি হাসপাতালে থাকা সত্ত্বেও করা হচ্ছে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে। সরকারকে স্বাস্থ্য সাথী প্রকল্পে তার বিল মেটাতে হচ্ছে।  


এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত, বিশেষ ক্ষেত্র ছাড়া এই সব অস্ত্রোপচার সরকারি হাসপাতালে করালে তবেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পেটের কোনও অস্ত্রোপচারের সময় চিকিত্‍সক যদি নিজে থেকে অ্যাপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে সরকার ২টি বিল মেটাবে না। সেক্ষেত্রে অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের বিল মেটানো হবে না স্বাস্থ্য সাথী কার্ড থেকে। 


ইতিমধ্যেই সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সই করা এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।