কলকাতা: অনুব্রত-কন্যার (anubrata mondal) মামলায় আদালতকে (court) বিভ্রান্ত (confuse) করার চেষ্টা করেছেন মামলাকারী’ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (abhijit ganguli)। প্রসঙ্গত, গরুপাচার মামলায় বীরভূমের (birbhum) দাপুটে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই তাঁর মেয়ের (sukanya mondal) স্কুলে চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে।


কী বলেছেন বিচারপতি?
সূত্রের খবর, শিক্ষা সংক্রান্ত একটি মামলায় সংশ্লিষ্ট মামলাকারীকে জরিমানা করার সময় এদিন অনুব্রত-কন্যাকে নিয়ে ওই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সঙ্গে বলেন, ‘কাগজপত্র দেখেই বুঝেছিলাম সম্পূর্ণ বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। জরিমানা করার কথাও ভেবেছিলাম।’ প্রসঙ্গত, গত অগাস্টেই অভিযোগ উঠেছিল, টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গিয়েছেন সুকন্যা। স্কুলেও যান না, বাডি়তে হাজিরার খাতা এসে পৌঁছয়। এমনও নানা অভিযোগ সামনে আসে। এসএসসি নিয়ে আগে থেকেই মামলা চলছিল আদালতে। তাতে সুকন্যাকে নিয়ে নতুন হলফনামা জমা পড়ে। অনুব্রতর আরও পাঁচ আত্মীয় এবং ঘনিষ্ঠদের চাকরি পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। তার জেরে সুকন্যা ও ওই পাঁচ জনকে কলকাতা হাইকোর্ট হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। টেট পাসের শংসাপত্র-সহ, চাকরির নিয়োগপত্রের নথি আদালতে জমা দিতে বলা হয়। 


এখন কোথায়...
হালে লটারি কাণ্ডের তদন্তে ফের উঠে আসে অনুব্রত-কন্যার নাম। সিবিআই সূত্রে দাবি করা হয়, সুকন্যা মণ্ডলের নামেও আরও একটি লটারি প্রাপ্তির খোঁজ মিলেছে। সুকন্যা  ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারিতে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এই তথ্য মেলে বলে সিবিআই সূত্রে দাবি। পাশপাশি, গরু পাচার মামলায় নভেম্বর মাসে টানা দুদিন প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। ফের তলব করা হয়, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও। গরু পাচারকাণ্ডের তদন্তে CBI’এর পর বীরভূম জেলা তৃণমূল সভাপতির কন্যাকে দিল্লির অফিসে তলব করেছিল ইডিও। ২ নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়। ওই দিনই তলব করা হয়েছে, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে। ম্যারাথন জেরা চলে। তার আগেই অবশ্য আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত নথি সিবিআইয়ের কাছে জমা দিয়েছিলেন সুকন্যা। বেশ কয়েকটি সংস্থা ও একটি রাইস মিলের ডিরেক্টর হিসেবে নাম রয়েছে তাঁর। 


আরও পড়ুন:বাংলাদেশের কাছে হারের পর রোহিত-কোহলিদের কাটা ঘায়ে নুনের ছিটে, দিতে হচ্ছে জরিমানা