সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্য, আরামবাগ: নারদ মামলার (Narad Case) FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Podder)। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Raja Sekhar Mantha)। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
নারদ মামলার FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সালটা ২০১৬। নারদ নিউজের স্টিং অপারেশনে একাধিক নেতার পাশাপাশি দেখা যায় হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Podder)। তারপর কেটে গেছে ৭ বছর। নারদ মামলায় এখনও সিবিআই (CBI) তদন্ত শেষ হয়নি।
মঙ্গলবার, অপরূপা পোদ্দারের (Aparupa Podder) আবেদনে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তৃণমূল দিয়েই অপরূপা পোদ্দারের রাজনৈতিক কেরিয়ার শুরু। ২০০৯ সালে তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভার (Rishra) ভাইস চেয়ারম্যান হন। ২০১৪ সালে তৃণমূল প্রার্থী হিসাবে ৩ লক্ষ ৪৬ হাজার ৮৪৫ ভোটে জেতেন অপরূপা ২ বছরের মাথায় নারদ নিউজের স্টিং অপারেশনে সেই তাঁকেই দেখা যায়। জবাব তৃণমূলের। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
হুগলি জেলায় ২০১৯ সালে তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি আসন পায় তৃণমূল। তারমধ্যে আরামবাগ আসনে মাত্র ১ হাজার ১৪২ ভোটে জয়ী হন তৃণমূল সাংসদ অপরূপো পোদ্দার। হুগলি লোকসভা আসনে জয়ী হন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী হুগলি জেলায় ১০টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল (TMC), ৮টিতে বিজেপি (BJP)।
আরও পড়ুন: Recruitment Corruption: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মা-বাবা
সাংসদকে হুমকি মেসেজ: উল্লেখ্য, ঘটনার ঠিক পরের দিন অর্থাৎ আজই একটি হুমকি মেসেজ আসে অপরূপার কাছে। 'তুই বাঁচবি তো?' আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। হুমকি মেসেজের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করছে পুলিশ। তৃণমূলের দাবি, আটক ব্যক্তি অম্লান দত্ত ওরফে শঙ্কু সক্রিয় বিজেপি কর্মী। গত পুরভোটে বিজেপির প্রার্থী হয়েছিল সে। বিজেপির ভয় দেখানোর চেষ্টায় লাভ হবে না, প্রতিক্রিয়া অপরূপা পোদ্দারের।