বাপন সাঁতরা, আরামবাগ: লোকসভা ভোটের পর থেকেই চলছিল লাগাতার হুমকি, এবার  বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 


আরামবাগ লোকসভার গৌরহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাপশিট এলাকার ঘটনা। বিজেপির দাবি, লোকসভা ভোটের ফলের নিরিখে গ্রামের দুটি বুথে তৃণমূল পিছিয়ে রয়েছে।                                                                      


অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এবার রেশন বন্ধ করে তৃণমূল পার্টি অফিসে গিয়ে দেখা করতে বলা হয়। এরপরেও রেশন নিতে গেলে ৩ বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের লাইন থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। আরামবাগের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি।  


উল্লেখ্য, রেশন নিয়ে কম জলঘোলা হয়নি। লোকসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলায় রিপোর্ট পেশ করেছিল রাজ্য সরকার। সেই রিপোর্টে বলা হয়েছিল, গোটা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত রেশন দুর্নীতি সংক্রান্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলার তদন্ত চলছে। বাকি, ২টি মামলা ত্রুটিপূর্ণ বলে দাবি রাজ্য সরকারের।


২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে ১৪ই মার্চ ২০২৪ পর্যন্ত, কোথায় কোথায় রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে? কী কী অভিযোগ জমা পড়েছে? দায়ের হওয়া FIR-গুলির নম্বর কী? কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? সেই তথ্য জানতে চাওয়া হয়েছিল লালবাজারের তরফে।


আরও পড়ুন, বিরাট স্বস্তি ! মধ্যমগ্রাম-বিরাটিতে সেতু মেরামতির কাজ বাতিল, শনি-রবিতে রেল পরিষেবা নিয়ে বড় ঘোষণা


এর আগে মালদাতেও অভিযোগ উঠেছিল রেশন নিয়ে। দীর্ঘ দু’মাস ধরে মিলছে না রেশন। উল্টে চড়া দামে রেশন সামগ্রী বাইরে পাচার করছেন রেশন ডিলার। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীনই মালদার হরিশ্চন্দ্রপুরে এমনই অভিযোগ উঠেছিল। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। রেশন ডিলারের বাড়িতে খাদ্য দফতরের নিয়ামক গেলেও খোঁজ মেলেনি তাঁর।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে