নয়াদিল্লি : বিরাট কোহলির মহেন্দ্র সিং ধোনির মতো হিরো হয়ে ওঠার সুযোগ আছে। এমনই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। ধোনির ২০১১ বিশ্বকাপের ফর্মের প্রসঙ্গ টেনে বলেন, প্রয়োজনের সময় নিজেকে উজার করে দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কাইফ আশা করছেন, এই টি২০ বিশ্বকাপের ফাইনালে একই ধরনের নায়কোচিত ইনিংস দেখা যাবে কোহলির ব্যাট থেকে। আজ বার্বাডোজের কেনসিংটন ওভালে টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
আইসিসি-র বড় ইভেন্টে বরাবর নিজের সেরাটা দেন বিরাট কোহলি। কিন্তু, ৩৫-এর এই ব্যাটার এবার সেই অর্থে পারফর্ম করতে পারছেন না। কিন্তু, কোহলির ব্যাটে রান না থাকা সত্ত্বেও, এই টুর্নামেন্টে একটাও ম্যাচে না হেরে ফাইনালে পৌঁছে গেছে রোহিত শর্মার বাহিনী। এই পরিস্থিতিতে ফাইনালে কোহলির ব্যাটে খরা কাটবে বলে আশা করছেন ভক্তরা।
২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির শ্রীলঙ্কার বিরুদ্ধে অপারজিত ৯১ রানের ইনিংসের কথা স্মরণ করেছেন কাইফ। একইরকম পারফর্ম করার ক্ষমতা কোহলিও রাখেন বলে তিনি মনে করেন। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে কাইফ বলছেন, 'বিরাট কোহলিকে মনে রাখতে হবে যে ২০১১ সালের বিশ্বকাপে ধোনিরও খুব একটা ভাল যাচ্ছিল না। কিন্তু, ফাইনালে তিনি জ্বলে ওঠেন। ছোট একটা পরামর্শ, উনিও খুবই ভাল একজন খেলোয়াড় । বুদ্ধি করে বল খেলতে পারেন। যে কোনও বোলিং আক্রমণের জবাব দিতে পারেন। তাই আমিও মনে করি, বিরাট কোহলিরও হিরো হয়ে ওঠার চান্স আছে।'
সদ্য সমাপ্ত আইপিএলে ভাল খেললেও, চলতি বিশ্বকাপে রানের খোঁজে কোহলি। রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেও ঠিকঠাক ছন্দ পাচ্ছেন না ভারতীয় ব্যাটার। ফলে, ফর্ম নিয়ে চিন্তা রয়েছেই। যদিও আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট। ৬১.৭৫ গড় ও ১৫৪.৬৯ স্ট্রাইক রেট-সহ মোট ৭৪১ রান করেন তিনি। যার মধ্যে একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে। সেই প্রতিযোগিতা সফল ব্যাটার অরেঞ্জ ক্যাপ জিতে নেন। কিন্তু, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারছেন না কোহলি। এই প্রতিযোগিতায় ৭ ম্যাচে সাকুল্যে ৭৫ রান তুলেছেন তিনি। ১০.৭১ গড়ে। যদিও বিরাটের টানা ব্যাটিং-ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন টিম ইন্ডিয়ার অধিনায়কও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।