কলকাতা: শহরে পা রাখছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্তাইন গোলকিপারকে সংবর্ধনা দিতে এবার মেগা চমক দিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস দল। জানা গিয়েছে যে ঐতিহ্যশালী মোহনবাগান রত্নর যে স্মারক, তা তুলে দেওয়া হবে এমিলিয়ানোকে। এর পাশাপাশি পেলে,  মারাদোনা, সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন মেসির সতীর্থ। মোহনবাগানের তরফে সংবর্ধনায় থাকবে ১০০ বছরের স্ট্যাম্প ও উত্তরীয়। 


সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেজ। কলকাতায় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্তিনেজের। তবে আগামীাল কোনও অনুষ্ঠান রাখেননি তিনি। সন্ধের পুরো সময়টাই কাটাবেন হোটেলে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবং তারপর মোহনবাগান তাঁবুতে যাবেন মেসিদের দলের গোলরক্ষক। সেখানে মার্তিনেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। মোহনবাগান রত্ন স্মারকও তুলে দেওয়া হবে তাঁকে। জানা গিয়েছে পরের দিন, বুধবার সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেজকে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। দেখা করবেন ও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। 


ডার্বি কবে?


ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে আরও একটি বিষয় নিয়ে। মরশুমের প্রথম ডার্বি কবে? ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ, বছরের পর বছর ধরে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে যা কোহিনূরের মতো মহার্ঘ। মহারণের দিন জানা গেল অবশেষে।


কলকাতা লিগ দিয়ে ফুটবল মরশুম শুরু হয়েছে। তবে কলকাতা লিগে মরশুমের প্রথম ডার্বি নয়, বরং সেটি হতে পারে ডুরান্ড কাপে। যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে ১১ অগাস্ট ডুরান্ড কাপে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। 


তবে ডার্বির আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। তারপর ১১ অগাস্ট সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে হবে মরশুমের প্রথম ডার্বি।


সব কিছু ঠিকঠাক চললে, কলকাতা লিগের সুপার সিক্সেও দুই দলের মহারণ হতে পারে। তবে পয়েন্ট টেবিলে প্রথম তিনের মধ্যে থাকতে হবে দুই দলকেই। কলকাতা লিগের ডার্বি হতে পারে সেপ্টেম্বরে, খবর আইএফএ সূত্রে।


দল গঠনের মরসুমে বড় সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকারের সঙ্গে তিন বছরের চুক্তি করল সবুজ-মেরুন শিবির।