কলকাতা: জয়ন্তর ক্লাবে নাবালককে সাঁড়াশি দিয়ে অত্যাচারের ঘটনায় অভিযুক্তর জামিন মঞ্জুর। অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে অন্তর্বর্তী জামিন দেওয়া হল। ধৃতের জামিনের পক্ষে আদালতে অভিযুক্তদের আইনজীবী সওয়াল করেন, 'যে নাবালকের উপর অত্যাচার, তাকে নিয়ে তথ্যই দিতে পারেনি পুলিশ।'


অভিযুক্তর জামিন মঞ্জুর: কিশোরকে বিবস্ত্র করে সাড়াশি দিয়ে নারকীয় অত্যাচারের ঘটনার প্রেক্ষিতে, জয়ন্তর শাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে মঙ্গলবার জামিন দিল আদালত। ধৃতের আইনজীবী এদিন বলেন, ভিডিওতে যে কিশোরকে দেখা গিয়েছে তার খোঁজ পাওয়া যায়নি। কিশোরের মেডিক্যাল রিপোর্ট কোথায়? কোথায় চিকিৎসা হয়েছিল নাবালকের? ভিডিওটি ২০১৯ সালের, কে ভিডিও রেকর্ড করেছিল? কিন্তু এর কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। তিনি বলেন, "নাবালকের খোঁজ পাওয়া যায়নি। খোঁজার চেষ্টা চলছে। কিশোরকে খুঁজে পেতে সময় লাগবে।'' এরপরই ধৃতকে জামিন দেয় আদালত।


এদিকে ধৃত জয়ন্ত সিংয়ের অতীত ঘাঁটতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য় উঠে আসছে। ২০১৬ সালে বেলঘরিয়া থানার একটি মামলায় গ্রেফতার হয় জয়ন্ত সিং। সেবার অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে রুজু হয় মামলা। পরে জামিন হয় জয়ন্তর। এরপর ২০২০ সালে ফের আরেকটি মামলায় তাঁকে গ্রেফতার করে বেলঘরিয়া থানা। এবারও তাঁর বিরুদ্ধে মামলা হয় অস্ত্র আইনেই। ২০২৩ সালে প্রোমোটার অরিত্র ঘোষ ওরফে বুম্বার ওপর গুলি চালনার ঘটনায় গ্রেফতার করা হয় জয়ন্ত সিংকে। এছাড়া আরও ২ টি মামলাতেও গ্রেফতার করা হয়েছিল জয়ন্তকে। অর্থাৎ, মোট ৫ বার গ্রেফতার হয়েছিল জয়ন্ত। কিন্তু তার দৌরাত্ম্য় বন্ধ হয়নি।

এদিকে গ্রেফতার হওয়ার পর থেকে বারবার জয়ন্ত সিংয়ের ঔদ্ধত্য়, শরীরি ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি হেফাজতেও জমিদারি চাল দেখা গেছে জয়ন্ত সিংয়ের। মঙ্গলবার আদালতে তোলার সময় দেখা গেল, আগাগোড়া জয়ন্তর হাত ধরে রেখেছে পুলিশ। তাও আবার এক নয়, একাধিক পুলিশকর্মী। কেউ হাত ধরে, কেউ কাঁধ। মঙ্গলবার জয়ন্ত সিংয়ের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata News: চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, ধুন্ধুমার গড়িয়ার নার্সিং কলেজে