উত্তর ২৪ পরগনা: জয়ন্ত সিংহকে (Jayanta Singh) সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ (Police)। এই সেই ক্লাব, যেখানে হাড়হিম করা মারধরের ঘটনায় তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ।এই ক্লাবের মধ্যেই তালিবানি কায়দায়,জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ওঠে। মারধরের হাড়হিম করা ভিডিও সামনে আসার পর, গোটা ঘটনাটি পুনর্নির্মাণ করতে উদ্যোগী পুলিশ। এদিন ক্লাবের মধ্যে থাকা লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। এদিন পুলিশের সামনেই সংবাদ মাধ্যমকে ধাক্কা জয়ন্ত সিংহের। 


সংবাদ মাধ্যম : চ্যাংদোলা করে মারধর করেছিলেন কেন ?


সাংবাদিকদের প্রশ্নে, পুলিশের গাড়িতে বসে সাবলিল ধৃত জয়ন্ত সিংহ। পাল্টা প্রশ্ন ছোঁড়েন এদিন জয়ন্ত সিংহ। বলেন, 'আমাকে কি দেখেছিলেন ?' 


সংবাদ মাধ্যম : আপনার দলবল ছিল..


জয়ন্ত সিংহ বলেন, যে ছিল, সে শাস্তি পাবে।


আরও পড়ুন, আচমকা নিখোঁজ মধ্যমগ্রামের ব্যবসায়ী, স্ত্রীর মোবাইলে এল মেসেজ, 'জীবিত নাও থাকতে পারেন..'


মূলত আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও।


আড়িয়াদহ গণপিটুনিকাণ্ডের পর ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে, তৃণমূলকর্মী জয়ন্ত সিং এবং তার গ্য়াংয়ের একের পর এক কুর্কীতির ছবি। ভাইরাল ভিডিওয় কোথাও আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের মধ্য়ে চ্য়াংদোলা করে লাঠি দিয়ে নৃশংসভাবে মারা হচ্ছে, কোথাও নাবালকের ওপর চালানো হচ্ছে অকথ্য় নির্যাতন। এদিন সামনে এসেছে এক অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিও-ও। 


নারকীয় বললেও কম বলা হয় এ নৃশংসতার ছবি চোখে দেখা যায় না। এ যেনও তালিবানি কর্মকাণ্ডের ভিডিও সিরিজ বাংলার বুকে। আড়িয়াদহের তৃণমূল কর্মী জয়ন্ত সিং আর তার গ্য়াংয়ের অত্য়াচারের একের পর এক ভিডিও সামনে এসেই চলেছে। হাত পা বেঁধে একজনকে মার প্রবল আর্তনাদেও থামছে না উন্মত্ত লাঠি! পুলিশ সূত্রে খবর, ভাইরাল এই ছবি ২০২১ সালের মার্চ মাসের। বেলঘরিয়ার আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে মোটরবাইক চোর সন্দেহে ধরে এনে এই অত্য়াচার চালায় আড়িয়াদহে ধৃত তৃণমূল কর্মী জয়ন্ত সিং অ্যান্ড কোম্পানি। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।