অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শুক্রবার আকাশ কালো করে নামল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙল শহরের। জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা ।  শুক্রবার ভোর ৫ টা ৫ নাগাদ গঙ্গার জলস্তর হয় ৪ .৭৮ মিটার।  এর জন্য গঙ্গার ধারের লকগেটগুলি ভোর ৩ টে থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ ছিল।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার তে বটেই,  শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 


শুক্রবার এবং শনিবার এই দুই দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।  ক্রমশ বৃষ্টি কমবে রবিবার থেকেই । তবে ফের ১৭ই জুলাই থেকে বৃষ্টির বাড়তে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  


শুক্রবার কলকাতার কোথায় কেমন বৃষ্টি হল? 


ধাপা -২৬ মিমি


তপসিয়া- ৩১ মিমি


উল্টোডাঙ্গা- ৪৫ মিমি


মানিকতলা- ৪৭ মিমি 


দত্তবাগান- ৫৩ মিমি


 মার্কা স্কোয়ার - ৩৯ মিমি


বালিগঞ্জ - ৭৮ মিমি


কালীঘাট - ৩৬ মিমি


চেতলা লক গেট - ৩৬ মিমি


পাটুলি - ৪১ মিমি


কামডহরি -  ৪২ মিমি


বেহালা  -  ৩০ মিমি


গার্ডেনরিচ - ৩৬ মিমি


জোকা- ২৭ মিমি


ধানখেতি - ৪৫ মিমি


বেগোর খাল- ৩২ মিমি


পামারবাজার-৪৯ মিমি


ঠনঠনিয়া - ৪৩.৬ মিমি


কুলিয়াট্যাংরা - ৩১ মিমি


চিংড়িহাটা - ২৭.৫ মিমি 


এছা়ড়া , আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্তই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 


এখন ঘূর্ণাবর্তটি অবস্থান করছে অসম, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র এবং পঞ্জাবে। মৌসুমী অক্ষরেখাটি গঙ্গানগর, হিসার, আগ্রা, প্রয়াগরাজ , ডালটনগঞ্জ, রাঁচি, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব  দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন :


 শনি ও চন্দ্রের সমাসপ্তক যোগ, ৫ রাশির উপর কঠিন প্রভাব ! বাঁচার ৫ উপায় কী