কলকাতা: আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। সদ্য দুদিন আগে, পৃথক প্রেক্ষাপটে বিপদের আশঙ্কা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবার মদন মিত্র বলেছেন, 'আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।'


দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ 


জয়ন্ত-'ঘনিষ্ঠতার' ছবি প্রকাশ্যে আসার পরেও ঘনিষ্ঠ নয় বলে দাবি মদনের। জয়ন্ত-বাহিনীকে চেনার কথা স্বীকার করেও ঘনিষ্ঠ নেই বলে দাবি জানিয়েছেন তিনি। গ্যাং-জয়ন্তের ত্রাসের জন্য পুলিশকেই দায়ী করে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব, বলছেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ। 


 আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি : মদন মিত্র


'জয়ন্ত-বাহিনীকে ঘনিষ্ঠ ভাবে চিনি, কিন্তু আমি তাদের ঘনিষ্ঠ নই। জয়ন্ত সিংহরা নিমিত্ত মাত্র, পিছনে প্রোমোটারদের বড় হাত রয়েছে। তালতলা ক্লাবের পিছনে কে? কে সভাপতি? এটা পুলিশ বের করতে পারছে না? জয়ন্ত বনাম রিন্টুর দলের মধ্যে এলাকা দখলের লড়াই চলছে। আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।'


সবথেকে বেশি ক্রাইম করায় পুলিশ : মদন


তিনি আরও বলেন, ' পুলিশ দুষ্কৃতীদের সকালে গ্রেফতার করে, বিকেলে বলে হেফাজতে জায়গা নেই। আর জেলে চলে গেলেই তো দুষ্কৃতীরা সব সুবিধা পেয়ে যায়। ব্যারাকপুরের মতো দুষ্কৃতীদের অবাধ স্বর্গরাজ্য আর কোথাও নেই। প্রত্যেক পাড়ায় জুয়া-সাট্টা, বেআইনি মদের ব্যবসা চলছে। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব। সবথেকে বেশি ক্রাইম করায় পুলিশ', বিস্ফারক অভিযোগ মদনের। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের যোগসাজশেরও অভিযোগ তৃণমূল বিধায়কের। 


আরও পড়ুন, রাজ্যের ১৪ জেলায় দুর্যোগের আশঙ্কা, ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।