কলকাতা: একদিকে উত্তরবঙ্গে (North Bengal) টানা বৃষ্টি থামবার নাম নিচ্ছে না। বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে, বৃষ্টি হলেও স্বস্তি খুব একটা ফিরছে না দক্ষিণঙ্গে। কারণ কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্দ্রতা (Humidity)। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস (Weather Office)।


আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি থাকছে। মূলত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আগামীকাল কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?


অপরদিকে, আগামীকাল উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ, কমলা এবং লাল সতর্কতা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারে লালসতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। মালদা এবং দুই দিনাজপুরে থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা। 


আগামীকাল কেমন আবহাওয়া কলকাতায় ?


হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় সকাল সাড়ে ৮টা নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। বিকেল সাড়ে ৫ টা নাগাদ তা কমে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। তাও স্বস্তি খুব একটা ফেরেনি। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯  ডিগ্রি সেলসিয়ার্স। হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল কলকাতার তাপমাত্রা ২৮ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।


আরও পড়ুন, হুহু করে দাম বাড়ছে সবজির, দাম কমাতে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। নদীর জল বেড়ে ডুবেছে রাস্তাঘাট থেকে বাজার। নদীর পাড়বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রামাঞ্চল। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি-তিস্তাবাজার-তুফানগঞ্জ ২ নম্বর ব্লক-দার্জিলিং। আকাশে কালো মেঘ, সঙ্গে টানা বৃষ্টি, আর তাতেই নদীর জলস্তর বেড়ে কোথাও মাঠ পরিণত হয়েছে পুকুরে। জলমগ্ন হয়েছে বাজার থেকে রাস্তা।  কোথাও বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে, ঘরে জল ঢুকে গিয়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। কয়েকদিনের টানা বৃষ্টিতে করলা নদীর জলস্তর বেড়ে, জলপাইগুড়ির পুরসভা ২৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা জলমগ্ন। এই পুরসভার অন্তর্গত নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় গৃহস্তের ঘরে জল ঢুকে কার্যত বিপত্তি হয়েছে সাধারণ মানুষের।