কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা, অশান্তির সাক্ষী থেকেছে বাংলা (Panchayat Elections 2023)। রক্তক্ষয়ী এই নির্বাচন জাতীয় স্তরেও খবরের শিরোনামে উঠে এসেছে। সেই নিয়ে রাজ্যে শাসক-বিরোধী তরজা জারি, পরস্পরের ঘাড়ে দোষা চাপানোও চলছে লাগাতার। তাতে এবার অন্য মাত্রা যোগ করলেন তৃণমূল নেতা অর্জুন সিংহ। জন্ম থেকে বাংলায় বোমাবাজি দেখছেন, বাংলায় বোমা সস্তাও বলে মন্তব্য করলেন তিনি (Arjun Sigh)। 


নির্বাচনী মরশুমে তো বটেই, গত কয়েক মাসে বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি থেকে, মাঠ-ময়দান থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাও সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচন চলাকলীন তো বটেই, তার পরেও বোমাবাজি, বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। রবিবারও বোমা উদ্ধারের খবর মিলেছে। সেই আবহে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, "বোমা সস্তায় পাওয়া যায় এখানে, ভারতের আর কোথাও এই দামে পাওয়া যায় না। অন্য জায়গায় দাম বেশি।"


আরও পড়ুন: Nawsad Siddique: ভাঙড়ে যাওয়ার পথে ফের বাধা নৌশাদকে, 'ফ্যাসিবাদী আচরণ, পক্ষপাতিত্ব করছে পুলিশ', দাবি ISF বিধায়কের


তবে তৃণমূলের আমলে বোমার আমদানি হয়নি, বরং যুগ যুগ ধরে তা চলে আসছে বলে এদিন মন্তব্য করেন অর্জুন। তিনি বলেন, "আজ থেকে নয়, এটা এখানে চলে আসছে বহুদিন ধরেই। আমরা তো জন্ম দেখছি! আমারই বয়স হয়ে গেল ৬০ বছর। আমি শুরু থেকেই এমন দেখছি যে এখানে বোমা চলে। ৫০ বছর আগে জগদ্দলে বোমা পড়েছিল, আমার মনে আছে এখনও। এই পরম্পরয় ইতি টানতে হলে সব রাজনৈতিক দলকে এক জায়গায় হয়ে নিন্দা করতে হবে পণ নিতে হবে যে, যে বা যারাই করুক না কেন, কেউ পাশে থাকবে না।"


অর্জুুনের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, "আসলে অর্জুন সিংহ সরল মানুষ, সরল ভাবেই সত্যিটা বলে ফেলেছেন। উনি নিজের অবস্থান ঠিক করতে পারছেন না। কোন দলে রয়েছেন, জানেন না নিজেই। বোমা এখানে শুধু সস্তাই নয়, এখানে বোমার কারখানা রয়েছে। বাংলায় গড়ে উঠেছে বোমা শিল্প, যা ভারতের আর কোথাও রয়েছে বলে মনে হয় না। যে ভাবে লাগাতার বোমা পড়ছে, বোমা উদ্ধার হচ্ছে, তাতে ঠিক কথাই বলেছেন অর্জুন।"