সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (Trinamool) যোগ দিয়ে এবার আগের দলের বিরুদ্ধেই সুর চড়ালেন অর্জুন সিংহ (Arjun Singh)। পদ্ম শিবিরের বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন অর্জুন। 


এদিন কী বলেছেন তিনি? 



  • ‘আসন্ন পঞ্চায়েত ভোটে হিংসার প্রয়োজন নেই’

  • ‘বাংলায় বিজেপির এই সংগঠন নিয়ে ভোটে জিততে পারবে না’

  • ‘রাজ্যে বিজেপির সংগঠন গড়ে তুলতে আরও ৪০ বছর প্রয়োজন’

  • ‘এসি ঘরে বসে ফেসবুকে সংগঠন করা যায় না’


এদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর আজ শাসক দলের বৈঠকে প্রথম অংশ নিচ্ছেন অর্জুন সিংহ। আগামী ৩০ মে, শ্যামনগরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার প্রস্তুতি বৈঠক রয়েছে আজ টিটাগড়ে। উপস্থিত থাকবেন জেলা তৃণমূল নেতারা। সেই বৈঠকেই থাকবেন বলে জানিয়েছেন অর্জুন সিংহ।                                                                                                          


আরও পড়ুন, 'উনি থাকলে তৃণমূলের দরকার হবে না', তথাগতকে নিশানা দিলীপের


অন্যদিকে, অর্জুনের ফুলবদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, একসময় সংসদে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরোধিতা করেছেন, এখন মাথা নিচু করে এই সরকারের কাছেই আত্মসমর্পণ করেছেন। অর্জুন সিংয়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর দাবি, আজ তৃণমূল নেত্রী যে উদাহরণ তৈরি করলেন, একদিন তাঁর দলকেও এর শিকার হতে হবে।   


তবে অর্জুনের বিষয়ে দল সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় না বিরাট লাভ হবে। মনে হয় না কোনও ক্ষতিও হবে, এমনই প্রতিক্রিয়া তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ের।