কলকাতা : দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক সেরে ফিরে পাটের দাম কমার বিষয়ে আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিতে পারে কেন্দ্র। এদিকে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে যে জল্পনা শুরু হয়েছে, সেই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ জানান, সময় এর উত্তর দেবে।


গত পরশু হাইকোর্ট জানায়, জুট কর্পোরেশনের সঙ্গে পাটের জোগানদারদের একাংশের আঁতাঁতের জেরেই পাটের দামের ঊর্ধ্বসীমা ধার্য করা যাচ্ছে না। এরপরই গতকাল সকালে পীযূষ গোয়েলের ফোন পেয়ে দিল্লি রওনা দেন অর্জুন সিং। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্জুন জানিয়েছেন, সমস্যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি কমিটি। ওই কমিটি রাজ্যে আসবে বলেও জানিয়েছেন সাংসদ। তাঁর আশা, আগামী সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট করে রাখা পাটের দামের ঊর্দ্বসীমা প্রত্যাহার করা হবে। 


আরও পড়ুন ; দিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অর্জুনের, সমস্যা সমাধানে কমিটি গঠন


এর আগে ৯ মে, দিল্লিতে গিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছিলেন অর্জুন সিং। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছিল বলে সাংসদ জানান।


পাট নিয়ে মোদি সরকারের সঙ্গে সংঘাত। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি । পাটের দাম বৃদ্ধি ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসা। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি NIA-র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ। এই আবহেই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা ঘিরেও জোর জল্পনা চলছে। এই জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে একসঙ্গে হাঁটতে দেখা যায় বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ককে। গঙ্গার ঘাটে পাশাপাশি দাঁড়িয়ে পুজোও করেন অর্জুনপুত্র পবন ও তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। যদিও তাঁদের কেউই এর মধ্যে রাজনীতি দেখতে নারাজ। প্রকাশ্যে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও।


কলসযাত্রা উপলক্ষ্যে গঙ্গার ঘাটে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে পুজো করেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং। যদিও অর্জুন ও সোমনাথ, দু’জনেই এর পিছনে কোনও রাজনীতি দেখতে নারাজ। এ প্রসঙ্গে অর্জুন সিংহ বলেছিলেন, মন্দিরে বা পুজোতে কে আসবে না আসবে তা নিয়ে কোনও সমস্যা নেই, চিন্তাও নেই। একটা মহাযজ্ঞে সবাইকে সামিল হতে হয়।