মোহন দাস, হুগলি: আরামবাগের (Arambagh) দ্বারকেশ্বর নদে (dwarakeswar river) স্নান করতে নেমেছিল সাত বছরের শিশু। কিন্তু সেখান থেকে আর ওঠা হল না। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল শিশু
নদীতে স্নান করতে নেমেছিল সাত বছরের শিশু। আরামবাগের দ্বারকেশ্বর নদে সে স্নান করতে নামে ঠিকই কিন্তু আর উঠতে পারেনি। তলিয়ে যায় জলে। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় এলাকায়। এই ঘটনা আরামবাগের আঢ্য পাড়া এলাকার।
মর্মান্তিক এই খবর পেয়েই স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার কাজে (rescue operation) নেমে পড়েন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা সুকুমার একজন রাজমিস্ত্রী। মা পরিচারিকার কাজ করেন।
শুক্রবার সকালে শিশুটি তার এক প্রতিবেশির (neighbour) সঙ্গে স্থানীয় দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে। জলে নামতেই বিপত্তি। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় সে। অপর ছেলেটি উঠে এলেও সে উঠে আসতে পারেনি। এরপরেই ভাইকে দেখতে না পেয়ে তার দিদি বাড়িতে এসে খবর দেয় যে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Hooghly: থার্ড লাইনে সম্প্রসারণের কাজ, আজ থেকে ১৪ দিন অনিয়মিত হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল
এই খবর জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাকে খুঁজতে নামেন জলে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে (Arambagh Sub-divisional Hospital) নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভাগীরথীতে মর্মান্তিক ঘটনা
দিন কয়েক আগে ভাগীরথীতে (Bhagirathi River) স্নান করতে নেমে ঘটে বিপত্তি। চার বন্ধু মিলে নেমেছিল নদীতে স্নান করতে। কিন্তু চারজনের কেউই সাঁতার না জানায় ঘনাল প্রবল বিপত্তি। ভাগীরথীতে তলিয়ে যায় দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (Higher Secondary 2022)। নদিয়ার (Nadia) শান্তিপুর (Shantipur) স্টিমারঘাট এলাকার ঘটনা। নিখোঁজ দুইজন, আকাশ সরকার ও রোহন বিশ্বাস দুজনেই শান্তিপুর পুর এলাকার বাসিন্দা।