পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধারের (Arms Recover) ঘটনায় নতুন তথ্য। হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারাজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে (Finance Company)। তারা তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। এর মধ্যে একটি অটো থেকে বোমা উদ্ধার হয়। 


অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় নতুন তথ্য: খাস কলকাতায় জনবহুল এলাকায় পরিত্যক্ত অটো থেকে বিপুল বোমা, অস্ত্র-গুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গতকাল রাতে একটি অটো থেকে ১৯টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে অটোর মধ্যে একটি ব্যাগ থেকে তাজা বোমা ও অস্ত্র-গুলি উদ্ধার করে। বাজেয়াপ্ত অটোকে নিয়ে যাওয়া হয় হরিদেবপুর থানায়। এত অস্ত্র কোথা থেকে এল, কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে। 


শহরের বুকে অস্ত্র উদ্ধারের ঘটনায়, একটাই প্রশ্ন বারবার উঠছে, এত অস্ত্র আসছে কোথা থেকে? সবাই মুড়ি-মুড়কির মতো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? কাদের মদতে অস্ত্রের কারবার চলছে? নেপথ্যে কারা? অস্ত্র কি ভিনরাজ্য থেকে আমদানি করা হচ্ছে?  না কি রাজ্যের মধ্যেই সক্রিয় অস্ত্র তৈরির কারখানা? গতকাল গভীর রাতে হরিদেবপুর থানার পুলিশ খবর পায়, ঢাকা অবস্থায় একটি অটো দাঁড়িয়ে রয়েছে। রাতভর ওই অটো ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ। এরপর অটোর মধ্যে একটি ব্যাগ থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, অটোটি যেখানে রাখা তার গা ঘেঁষে শিশুদের একটি হোম রয়েছে। ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন হোমের সুপার। এবিষয়ে রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, "আমার এলাকা শান্ত। অস্ত্র-বোমা অন্য জায়গা থেকে আনা হয়নি তো?'' 


গতকাল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির আন্ধারিয়া গ্রামে অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং কুলতলি থানার পুলিশ। গ্রামেরই একটি বাড়িতে মেলে অস্ত্র কারখানা। পুলিশের দাবি, বাড়ির বারান্দায় একেবারে প্রকাশ্যেই চলছিল অস্ত্র তৈরির কাজ। বাড়ি মালিক ও বেআইনি অস্ত্র পাচারচক্রের পান্ডা মহিউদ্দিন সর্দারকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, ৮ পিস ওয়ান শর্টার, তিনটি লং ব্যারেল অর্থাত্‍ দো’নলা বন্দুক। ২টো খালি এবং একটি ভর্তি কার্তুজ, প্রচুর অস্ত্র তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল।


আরও পড়ুন: Anupam Hazra on Visva Bharati VC: সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করার মানবিকতাটুকু নেই! বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ অনুপমের