কলকাতা: এক দুর্ঘটনায় পাল্টে গেল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নিরাপত্তার খোলনলচে। রবিবার CGO কমপ্লেক্স থেকে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতাকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কনভয়ে ছিল ED-র দু’টি গাড়ি। মঙ্গলবার তা বেড়ে হল সাতটি গাড়ির কনভয়। অর্পিতার নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হচ্ছে। সাতট গাড়ির কনভয় ছাড়াও, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সিজিও কমপ্লেক্স। জোকা ইএসআই-তেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সোমবার ব্যাঙ্কশাল কোর্টে অর্পিতাকে পেশ করার সময় কার্যত দুর্গের চেহারা নেয় আদালত চত্বর।


অর্পিতার নিরাপত্তা বাড়ানো হল


স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর বাড়ি থেকে পাওয়া চিরকূট ধরে অর্পিতাকেও গ্রেফতার করেছে ইডি। অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ, ৭৬ লক্ষ টাকার গয়না এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তার পর অর্পিতাকেও গ্রেফতার করে ইডি। 


কিন্তু রবিবার ব্যাঙ্কশাল কোর্ট থেকে অর্পিতাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ED-র কনভয়। ED’র কনভয়ে দুই থেকে তিনটি গাড়ি ছিল। একদম সামনের গাড়িতেই ছিলেন অর্পিতা। 


সূত্রের খবর, ওই সময় ইডির গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার ছিল। সন্ধে ৭টা বেজে ৫৭ মিনিটে, সল্টলেক স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে, ইডি-র কনভয় যাওয়ার সময়, বাঁ দিকের সার্ভিস রোড থেকে আচমকা একটি গাড়ি সামনে চলে আসে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইডির গাড়িটি সামনে চলে আসা গাড়িটিকে ধাক্কা মারে।


আরও পড়ুন: Partha Chatterjee Arrested: একসঙ্গে জমিও কেনেন পার্থ-অর্পিতা! তদন্তকারীদের হাতে দলিল! আদালতে দাবি ইডি-র


ওই দুর্ঘটনায় কেউ আহত না হলেও, অর্পিতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন ওঠে, নিরাপত্তারক্ষীদের গাড়িকে আগে না রেখে, কেন অর্পিতা যে গাড়িতে ছিলেন, সেটিকে প্রথমে রাখা হল? দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, ইডির তদন্তকারী অফিসারকে চিঠিও লেখেন অর্পিতার আইনজীবী। মক্কেলের নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানান তিনি।...

এর পরই সোমবার বদলে যায় ছবিটা। আদালতে তোলার আগে মঙ্গলবার ফের জোকা ESI হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয় অর্পিতার। তার জন্য সকালেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চলে আসে CGO কমপ্লেক্সে। সকাল ১১টা ৫০ মিনিটে সেখান থেকে বের করা হয় অর্পিতাকে। তবে সামনের গেট দিয়ে নয়, পিছনের গেট দিয়ে বের করা হয় তাঁকে। অর্পিতাকে নিয়ে ED-র সাত সাতটা গাড়ির কনভয় রওনা দেয় জোকার উদ্দেশে। কনভয়ের প্রথম তিনটি গাড়িতে ছিলেন CRPF জওয়ানরা।  চতুর্থ গাড়িতে ছিলেন অর্পিতা এবং ED-র অফিসাররা। বাড়তি নিরাপত্তার জন্য, ওই গাড়ির ঠিক ডান দিকে চলছিল আরও একটি গাড়ি। পিছনে দু’টি গাড়িতেও ছিল কেন্দ্রীয় বাহিনী। 


রবিবারের মতো যাতে অর্পিতার গাড়ির পাশে অন্য গাড়ি না চলে আসতে পারে, তার জন্য অর্পিতার গাড়ির পাশে পাশে ছিল ED-র আরও একটি গাড়ি। বেলা ১২টা ৫০ মিনিটে জোকা ESI হাসপাতালে অর্পিতাকে নিয়ে পৌঁছয় ED-র কনভয়। সঙ্গে সঙ্গে আশপাশ ঘিরে ফেলেন CRPF জওয়ানরা।


দুর্ঘটনার পর সতর্ক ইডি


দুপুর ২টো ১৫ মিনিটে জোকা ESI থেকে বের হন অর্পিতা। সেখান থেকে কনভয় রওনা দেয় ব্যাঙ্কশাল কোর্টের দিকে। আদালত চত্বরেও ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুপুর ৩টে ১৫ মিনিটে  অর্পিতাকে নিয়ে ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছয় ED-র কনভয়। অর্পিতাকে ঢোকানোর সময় হুলুস্থুল বেধে যায়।